শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে নিজেকে এই প্রশ্ন করছেন একাত্তরে শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী।
একাত্তরে নির্মমতার জন্য প্রথম বক্তির মৃত্যুদণ্ড কার্যকরের দুই দিনের মধ্যে শনিবার দিনটি পালনের অনুভূতি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের কাছে এই রকমই।
শ্রদ্ধার ফুলের সঙ্গে বিচারের দাবি নিয়ে তাদের মতোই গত চার দশক ধরে যে দিনটি পালন করছিল জাতি, এবার দিনটি ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর নিজের প্রশ্নের উত্তরে নিজেই লিখেছেন নুজহাত- “মা, এবার শান্তিতে ঘুমাও, আমি কাঁদি। কাঁদি তোমার জন্য, কাঁদি আমার জন্য, এ অভাগা দেশের জন্য, এ বীর জাতির জন্য, এই দায়মুক্তির সুযোগের জন্য।
“তারুণ্য আজ উল্লাস করছে, এটা তাদের বিজয়। এ বিজয়ের উল্লাসে আমিও উল্লসিত। আমিও হাসছি, অথচ দুচোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরে পড়ছে। অনন্য এক অনুভূতি। ’৭১-এর বিজয়ের অনুভূতি এমনই ছিল, যখন ১৬ ডিসেম্বর জাতি বিজয় লাভ করল ৩০ লাখ প্রাণের বিনিময়ে, ৪ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে।
আনন্দ-বেদনার এ কী অপূর্ব মিলন!”
স্বাধীনতার উষালগ্নে পাকিস্তানি বাহিনী তাদের যে দোসরদের সহায়তায় এ দেশের যে মেধাবী সন্তানদের হত্যা করেছিল, তার মধ্যেই একজন ছিলেন জামায়াত নেতা কাদের মোল্লা। একাত্তরে যার কুখ্যাতি ছিল কসাই কাদের নামে।
রাষ্ট্রীয় আয়োজনের পাশাপাশি সব মানুষের স্মরণের মধ্য দিয়ে ভোর থেকেই চলছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের আনুষ্ঠানিকতা, যা ছাপিয়ে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত মানুষের চোখে মুখে ফুটে উঠেছে জয়ের তৃপ্তি, যা চার দশক ধরে মলিন ছিল যুদ্ধাপরাধীদের আস্ফালত আর তাদের গাড়িতে জাতীয় পতাকা উড্ডয়ন দেখে।
শহীদ বুদ্ধিজীবীদে প্রতি শ্রদ্ধা জানাতে সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭টা ৫ মিনিটে তারা যখন ফুল দেন শহীদ বেদীতে, তখন শহীদ স্মরণে বিউগলে বাজছিল করুণ সুর।
মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফুল দেন শহীদ বেদীতে। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবার ফুল দেন শেখ হাসিনা।
শহীদ বেদীতে ফুল দেয়ার পর প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এরপর স্মৃতিসৌধ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয়, নামে জনতার ঢল। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সকাল সোয়া ৯টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে নিয়ে যাচ্ছে শ্রদ্ধার ফুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।