(আগেই বলে রাখলাম , টিউন টা কিন্তু copy করা)
আসসালামুআলাইকুম , অনেকদিন ধরে টিউন লেখবো লেখবো করে হয়ইনা , তাও লেখতে বসে গেলাম … আসা করছি সবাই ভাল আছেন , আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন। আজ যেটি নিয়ে আলোচনা করছি এই ব্যাপারে হয়তো কয়েকজন লেখেছে , কিন্তু আমি আরেকটু সহজভাবে লেখতে চাচ্ছি। আমরা জানি ফেসবুকে সাধারনত ৫ বারের বেশি নাম পরিবর্তন করা যায়না , কিন্তু প্রয়োজন হলে কি করবেন ?? হুম.. সমস্যা থাকলে এর সমাধানও আছে। তাহলে চলুন জেনে নেই নাম পরিবর্তনের লিমিট পার হলে এরপর কিভাবে নাম পাল্টাবেন ..।
১.পিসি ইউজাররা এই লিংকে যান : Link
আর মোবাইল হলে এই লিংকে : Link
২. এবার একটা ফর্ম আসবে সেখানে Newfirst name, Newmiddle name, Newlast name এর ঘরগুলোতে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন।
৩. এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন সিলেক্ট করুন।
৪.Your ID বক্সে আপনার যেকোনো ফটো আইডি কার্ড স্কান করে আপলোড করে দিন। যদি স্ক্যানার না থাকে তাহলে ? আরে ভাই যা খুশি আপলোড দেন তো ! যেমন , আপনার প্রোফাইলের পিকচারটা আপলোড দিতে পারেন।
৫.এবার “Send” বাটনে ক্লিক
*আশা করা যায় ৭২ ঘণ্টার মধ্যে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে।
সমসসা হলে আমাকে মেসেজ দিতে পারেন কারন আমি সারাখন fb তে থাকি ।
আমার f b আইডী - Farhan Sajid
আমার পেজ থেকে ঘুরে আস্তে পারেন - বিডি হ্যাকারস - the hacking world
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।