আমাদের কথা খুঁজে নিন

   

দূঃস্বপ্ন স্মৃতিরা

হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে

অনেক দিন কবিতা লিখিনা। কত কিছুই করতে মন চায় কিন্তু সময়ের বড় অভাব-- হয়না কিছুই...... * দুঃস্বপ্নে স্মৃতিরা * আজন্ম লালিত প্রেম হৃদয় ভরেছিল ভরা জোয়ারের মত। তবুও সবাই কেন নিষ্ঠুর এতটা? আমাকেই দুঃখ দেবে বার বার? নিজেকে দিয়েছি উজার করে ভাই বোন বন্ধু যারা ছিল পাশে, তবু কেন আজ এই অভিযোগের পাহাড়? স্বপ্নেরা বেদনায় নীল হয়ে গেছে আজ, কেবলই শূন্যতা যেদিকে তাকাই কেই নেই, কিছু নাই। অথচ একদিন ছিল সব উচ্ছলতায় ভরা এক পৃথিবী। ছোবল তুলে কোথা হতে এলো কাল সাপ, বিষাক্ত নিঃশ্বাসে তার বিরান হল সব। নিঃসঙ্গ বসে আছি নোনা জলে ঝাপসা চারিপাশ, যতদূরে দেখি শূন্যতা দেয় হাতছানি। হঠাত দোলা দেয় দখিনা হাওয়া পরশে তার খবর ছড়ায় প্রানে, আসবে আবার সবে ফিরে বিরান ভূমি হবে মূখরিত, সেই স্মৃতি, সেই চেনা সুর সেইসব হারানো দিনের গানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.