আমাদের কথা খুঁজে নিন

   

খুব সহজে এবং তাড়াতাড়ি ছবি ডাউনলোড করুন flickr.com থেকে

আমরা সাধারণত কোন পছন্দের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করার সময় সেই ছবির উপর " রাইট ক্লিক " করে  " সেভ ইমেজ এস '' এ ক্লিক করে ডাউনলোড করে ফেলি । কিন্তু   flickr.com থেকে ডাউনলোড এর সময় এই পদ্ধতি কাজ করে না । আমি আজকে আপনাদের সাথে একটি সহজ পদ্ধতি শেয়ার করব , যার দ্বারা আপনারা খুব সহজে ছবি ডাউনলোড করতে পারবেন ।
১ । প্রথমে সাধারণত আমরা যে পদ্ধতিতে ডাউনলোড করি , সে পদ্ধতি দিয়ে চেষ্টা করুন ।

দেখবেন কাজ হচ্ছে না ।
২। তারপর আপনি যে ছবি ডাউনলোড করতে চান সেই ছবিটি নতুব ট্যাবে নিন ।
৩। তারপর পেজের যেকোন জায়গায় রাইট ক্লিক করুন ।


৪ । তারপর  ''view page info'' তে ক্লিক করুন ( মনে রাখবেন , ছবির উপর রাইট ক্লিক করলে  ''view page info'' আসবে না । তাই ছবির ডান পাশের কালো অংশে ক্লিক করতে হবে , তাহলে আসবে । )

৫ । তারপর নতুন একটি উইন্ডো আসবে ।

এই উইন্ডোর মধ্যে ''media'' নামে একটা ট্যাব থাকবে । সেখানে যান ।
৬। সেখানে গিয়ে যে ছবি আপনি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন । নিচে মিডিয়া প্রিভিউে ছবিটি দেখে নিশ্চিত হোন ।

তারপর '' save as '' ক্লিক করে ডাউনলোড করে ফেলুন ।
 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।