আমাদের কথা খুঁজে নিন

   

জন্মাইলে মরিতে হইবে।আফসুস চলে,মাতম কাম্য নয়।

ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! কিছুদিন যাবত মনমেজাজ ভালো যাচ্ছেনা। দুইদিন মুভি দেখতে বসে উঠে গেছি। মানে মেজাজ ভালোই খারাপ আছে। সেদিন সকালে মেয়েকে উইশ করব তার প্রথম জনদিনের। একটু সকাল সকাল ই ঘুম থেকে উঠলাম।

মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে সময়টা একটু ভালো ই যাচ্ছিল। তারপর বাইরে থেকে নাস্তা করে এসে ফেসবুকে বসলাম। কিন্তু মেজাজ ঠিক রাখা কষ্টকর হয়ে পড়ল। মাথা ধরে গেল। জীবনের গ্যারান্টি নাই,মরনের গ্যারান্টি আছে।

দুইদিন আগেই পোষ্টে বলেছিলাম এই কথাটা। কিন্তু আমাদের মেধাবি সন্তানরা এরকম অকালেই চলে যাবে আমাদের ছেড়ে সেটা ভাবিনাই। ওপারে ভালো থাকবেন ভাই। এইটুকুই বলতে পারলাম শুধু। মৃত্যুকে একসময় কামনা করতাম।

এই জগতে বাঁচার ইচ্ছাই একসময় হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন আমার বাঁচার বড়ই স্বাধ জাগে। অনন্তকাল যদি বাচতে পারতাম এমন আশা জাগে মনে। কারন আমার রাজকন্য। আমার মামনি।

গত ৪তারিখে যার একবছর পূর্ন হইল। কত ঢং করে এই বয়সেই। আমার তো পাগল হওয়ার মত অবস্থা! তারপরেও জগতের নিয়মানুসারে জন্মাইলে মরিতে হইবে। আমরা আফসুস করিব। তারপর একদিন চুপ হইয়া যাইব! মনের গহিনে হারাইয়া যাইব।

তারেক মাসুদের বেলায় ও হয়েছি ফেলানির বেলায় ও হয়েছি সাগর রুনির বেলায় ও ব্যাতিক্রম ঘটেনাই। ইমন ভাইকেও কয়েকদিন পর আমরা আর কেউ মনে রাখবোনা। এই জীবনে কেউ কারো না। আমার রাজকন্যাকে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করিতে হইব এমন কথা ভাবলেই তো চোখে জল আইসা পড়ে। এইজগত সংসারের মায়া ত্যাগ করা বড়ই কঠিন।

মাঝে মাঝে ভাবি এত অল্প আয়ু নিয়ে এই জগতে আমাদের পাঠানোর ই কি দরকার ছিল হে বিধাতা??? কাউরে কষ্ট দিয়া থাকলে ক্ষমা প্রার্থনা করলাম আজ। মাফ করে দিয়েন। আমি তো মরেই যাব..চলে যাব রেখে যাব সবই আছসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে আমার যাবি..আমি মরেই যাব। জগতের সকল মানুষ সুখি হোক সকল আত্মা শান্তি লাভ করুক। শুভ নিউ বছরের শুভেচ্ছা সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.