আমাদের কথা খুঁজে নিন

   

তেভেসের হ্যাটট্রিকে ইন্টারকে হারালো নাপোলি

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাসও জয় পেয়েছে। রোববার রাতে আগের ম্যাচে তুরিনের এই ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাস্সুয়োলোকে।
১৯৯০ সালের পর থেকে আর শিরোপা জিততে পারেনি দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। এবার শিরোপার লক্ষ্যে বড় বাজেটেই দল গড়েছে তারা।
গোলের পর নাপোলির ড্রিস মেরটেন্সের উদযাপন।

গোলের পর জামাইলির উদযাপন। নাপোলির হয়ে গোল করেন গনসালো হিগুয়াইন, ড্রিস মেরটেন্স, ব্লেরিম জেমাইলি ও হোসে কালেহন।
গোলের পর নাপোলির ড্রিস মেরটেন্সের উদযাপন।
গোলের পর জামাইলির উদযাপন।
ম্যাচের ৭১তম মিনিটে রিকি আলভারেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দরে পরিণত হয় ইন্টার মিলান।

এস্তেবান কামবিয়াসো ও নাগামোতো গোল পেলেও তাই ম্যাচে ফিরে আসতে পারেনি ইন্টার।
গোলরক্ষককে ফাঁকি দিয়ে তেভেসের গোল। সতীর্থদের নিয়ে কার্লোস তেভেসের উদযাপন। তেভেসের আরেকটি গোল তেভেসের হ্যাটট্রিক উদযাপন। আগের ম্যাচে নিজেদের মাঠে সহজ জয় পায় জুভেন্টাস।

আর্জেন্টিনা জাতীয় দলে উপেক্ষিত তেভেস ম্যাচের ১৫, ৪৫ ও ৬৮তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
গোলরক্ষককে ফাঁকি দিয়ে তেভেসের গোল।
সতীর্থদের নিয়ে কার্লোস তেভেসের উদযাপন।
তেভেসের আরেকটি গোল
তেভেসের হ্যাটট্রিক উদযাপন।
১৬ ম্যাচে ১০ গোল করে এখন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল তেভেসের।

২৯ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচের ২৮ মিনিটে ফেদেরিকো পেলুসোর গোলটিও বানিয়ে দেন। আন্তোনিও কোনতের দল এখন ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
জুভেন্টাসের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার।
বোলেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ফিওরেন্তিনা।

ম্যাচে নিজের ১৩তম গোল পেয়েছেন এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতা জুজেপ্পে রস্সি।
জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজার জোড়া গোলে লিভোরনোকে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লাৎসিও।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.