গতরাতে তুরিনোর ওল্ডলেডিরা ইতালিয়ান ‘সিরি আ’-এর ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের হ্যাটট্রিকে সাসুলোকে ৪-০ গোলে পরাস্ত করে।
জুভেন্টাস স্টেডিয়ামের ম্যাচটি ছিল তেভেজময়। গোটা ম্যাচে আলো ছড়িয়েছেন সাবেক ম্যানসিটি তারকা। খেলার ১৫ মিনিটে অচলাবস্থা ভাঙেন এই আর্জেন্টাইন। ডি বক্সের বাইরে বল পেয়ে বাম পায়ের জোরালো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন তিনি।
বিরতিতে যাওয়ার আগে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি। সাসুলোর কফিনে শেষ পেরেকটাও ঠুকেন তেভেজ। ম্যাচ শেষ হওয়ার ২২ মিনিট আগে স্কোরলাইন ৪-০ করেন তিনি।
উল্লেখ্য, এই জয়ে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে জুভেন্টাস। ১৫ ম্যাচে এএস রোমার ঝুলিতে ৩৭ পয়েন্ট।
আর তৃতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ৩৫ পয়েন্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।