একজন নিরীহ প্রজাতির মানুষ
অনেকদিন পর তথ্যপ্রযুক্তি নিয়ে লিখতে বসলাম। আশা করি আজকের পোস্টটা অনেকেরই কাজে আসবে। যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। এই সফটওয়্যারটির মাধ্যমে ইউটিউব থেকে আপনি যেকোনো ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। এই সফটটির সবচেয়ে বড় সুবিধা হল ডাউনলোড করাকালীন যদি আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় তাহলে যতটুকু করেছেন ঠিক সেইখানটাই থেমে থাকবে।
অর্থাৎ আপনার এক এমবি ডাটাও লস হবেনা। কানেক্ট হওয়ার পর আবার সেইখান থেকেই ডাউনলোড শুরু হবে। তাছাড়াও যতটুকু আপনার ডাউনলোড হয়েছে চাইলে ভিডিওর সেই অংশটুকু দেখে নিতে পারবেন। আপনি চাইলে থেমে থেমে একটু একটু করে আপনার সুবিধামত সময়ে ডাউনলোড করতে পারেন। এমন একটা চমৎকার সফটওয়ার কার না চাই ? ডাউনলোড লিংক সহ দিয়ে দিলাম।
নামিয়ে নিন আপনার মোবাইলে। অথবা প্লে স্টোর থেকে সার্চ দিয়েও ডাউনলোড করে নিতে পারেন।
সফটওয়ারটির নাম- Videoder - Video Downloader
সাইজ মাত্র- 2.4M
ডেভেলপার- Rahul Verma
রেটিং- 4.7
ডাউনলোড লিংক
Click This Link
যদি আরো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে...
মিজান, আগানগর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।