সমালোচনা বরাবরই তাড়া করেছে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের পেছনে। তবে মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য সুয়ারেজের জনপ্রিয়তা তাতে এতটুকু কমেনি। বরং রবিন ফন পার্সি, হুয়ান মাতা, পাবলো জাবালেতাদের পেছনে ফেলে 'এফএসএফ প্লেয়ার অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এই লিভারপুল স্ট্রাইকার।
লুইস সুয়ারেজ স্পেশাল ওয়ান হোসে মরিনিয়োর মতে পারফেক্ট 'কিলার স্ট্রাইকার'। চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৭ গোল।
এই অল রেড গোল মেশিন; রীতিমতো এক ত্রাস টাইটেল রেইসে থাকা আর্সেনাল, চেলসি কিংবা ম্যানসিটির জন্য।
মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে সুয়ারেজ অবশ্য শিরোনাম হয়েছেন নানান বিতর্কে জড়িয়ে। ইংলিশ সমর্থকরা কিন্তু মুখ ফিরিয়ে নেননি। পারফর্মার সুয়ারেজের কদরটা ঠিকই করেছেন।
লুইস সুয়ারেজ মনে করেন এটা সত্যিই স্পেশাল; কারণ ইংল্যান্ডের সমর্থকরা আমাকে জানে, চেনে।
মাঠে আমার আচরণ সম্পর্কে তারা অবহিত। গেল বছরটা ভালো কেটেছে। সমস্যাও ছিলো। তবে মাঠে সবসময়ই সেরাটা দিতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।