প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এক ফেইসবুক হ্যাকাথনে তৈরি করা ‘লাইকস’ স্টিকার প্যাকের মধ্যে রয়েছে এ ডিসলাইক স্টিকারটি।
বাটন না আসায় আশাহত হবার কোনো কারণ নেই। স্টিকার দিয়েই জানিয়ে দিতে পারবেন বন্ধুর কোন পোস্টটি পছন্দ হয়নি। লাইকস স্টিকার প্যাকেটে শুধু ডিসলাইকই নয়, আরও বেশ কিছু এ রকম স্টিকার রয়েছে। প্যাকটির মধ্যে রয়েছে সোর থাম্ব, ফিয়ারি থাম্ব, পোক এবং এ রকম আরও অনেক স্টিকার।
ফলে বন্ধুদের পোস্ট দেখে মানানসই স্টিকার ব্যবহার করেই জানিয়ে দেওয়া সম্ভব হবে মনের অনুভূতি। ওয়েব বা মোবাইলের মেসেঞ্জার ভার্সনের স্মাইলি ফেইসের মাধ্যমে স্টিকার স্টোরে গিয়ে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আকর্ষণীয় এ স্টিকার প্যাকটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।