আশা করি সবাই ভাল আছেন । অনেক দিন পর আসলাম টেকটিউনসে । আজ আমি আপনাদের এমন এক ফ্রি সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দিব যার নাম ফ্রি ডাউনলোড ম্যানেজার (Free Download Manager) নাম শুনে হয়ত বুঝে ফেলেছেন সফটওয়্যারটির কাজ কি হ্যা বন্ধুরা এটা একটা ডাউনলোড ম্যানেজার যা দিয়ে যে কোন ফাইল ডাউনলোড করা যায় । ফ্রি ডাউনলোড ম্যানেজার টি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর মতই কাজ করে কিন্তু ফ্রি ডাউনলোড ম্যানেজার টি ফ্রিওয়্যার সফটওয়্যার কোন ধরনের সিরিয়াল কি, জামেলা বিহীন একটি সফটওয়্যার । এখন কিভাবে ইন্সটল করতে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি
১।
প্রথমে আপনাকে ফ্রি ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করতে হবে এখান থেকে ডাউনলোড করুন : ফ্রি ডাউনলোড ম্যানেজার
২। ডাউনলোড করার পর ইন্সটল করুন
৩। ফ্রি ডাউনলোড ম্যানেজার ইন্সটল করার পর মজিলা ফায়ার ফক্স ওপেন করুন এখন এই লিংকে গিয়ে FlashGot Mass Add To Firefox ক্লিক করুন । ক্লিক করার পর (Ctrl+Shift+A) ক্লিক করুন । ক্লিক করার পর মজিলা ফায়ার ফক্স এর অ্যাডওন্স আসবে এখন Flashgot এর অপশন এ গিয়ে ডাউনলোড ম্যানেজার এ ফ্রি ডাউনলোড ম্যানেজারটি অ্যাড করুন এটি এমনিতেই অ্যাড হয়ে যায় যদি কারো সমস্যা করে তার জন্য বলে দিলাম কি করতে হবে ।
৪। FlashGot Mass দিয়ে আপনারা যে কোন ফাইল ডাউনলোড করতে পারবেন কিন্তু Video ডাউনলোড করতে আপনাদের অসুবিধা হতে পারে এই অসুবিধা না হওয়ার জন্য আপনাদের যা করতে হবে FlashGot Mass এর মত আপনারা মজিলা ফায়ার ফক্স এ Video Download Helper টি অ্যাড করে নিন ।
ফ্রি ডাউনলোড ম্যানেজার ইন্সটল এর মিশন এখানেই শেষ এখন আপনারা জামেলা বিহীন যে কোন ফাইল ডাউনলোড,ভিডিও ডাউনলোড করতে পারবেন ।
আপনাদের একটি সুখবর দিতে চাই তা হল আমার ব্লগ Google Adsense Approve করেছে । আরও ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে আপনাদের জন্য আমার এই ফ্রিওয়্যার সফটওয়্যার সাইট (CosMos) ভাল লাগলে ঘুরে আসবেন ।
কোন ধরনের ভুল হলে ক্ষমা করবেন । শেষ কথা যতটুকু পারেন ফ্রি সফটওয়্যার ব্যবহার করুন । আজ এই পর্যন্ত ভাল থাকবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।