আমাদের কথা খুঁজে নিন

   

◕ ভিআইপি রোডে ঘোড়া ◔

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

ঢাকা শহরের কিছু কিছু রাস্তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এই সব রোডের উপর দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত রিক্সা, ট্রাক, বাস চলতে পারে না। সাধারণ দিনে নির্দিষ্ট সময় পর্যন্ত রিক্সা, ট্রাক, বাস দেখা না গেলেও, হরতাল বা অবরোধ এর দিনে সকাল থেকেই এই সব ভিআইপি মর্যাদা পাওয়া রোডগুলো আম জনতার জন্য উন্মুক্ত হয়ে যায়। সকাল থেকেই এই সব রোড রিক্সার দখলে চলে যায়। এরকম একটি রাস্তা হল কাকরাইল মোড় টু রূপসী বাংলা হোটেল পর্যন্ত।

বিকালের দিকে রিক্সায় করে কাকরাইলের সেই বিশেষ রোড দিয়ে বাসায় ফিরছি। যেহেতু অবরোধ চলছে তাই এই রোড দিয়ে রিক্সাও দেদারসে আসা যাওয়া করছে। কাকরাইল মসজিদের বিপরীত দিকে একটি চার্চ আছে। সেখানে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে পথ রোধ করল। গুটি কয়েক রিক্সা দাড়িয়ে অপেক্ষা করছে সিগন্যাল ছাড়ার জন্য।

এমন সময় ঠক ঠক শব্দ করতে করতে এক ঘোড়াও এসে আমাদের সাথে সিগন্যালে দাঁড়ালো। বাহ বাহ। ঘোড়াও দেখি সিগন্যাল বুঝে। ঘোড়সাওয়ারীও বেশ দেখতে। চোখে সানগ্লাস, এক হাতে সিগারেট অপর হাতে ঘোড়ার দড়ি।

পরনে লুঙ্গি। গাঁয়ে গেঞ্জি। গেঞ্জির পিছনে লেখা " I ❤ NY"। হার্টের রং লাল। ঘোড়া এবং ঘোড়সাওয়ারী দুজনেই গম্ভীর মুখে অপেক্ষা করছে।

অবরোধ সবাইকে এক কাতারে দাড় করিয়েছে। ট্রাফিক ভাইয়ের অনুমতি পাবার পর পিচ ঢালা পথে ঠক ঠক শব্দ তুলে দুজনেই হারিয়ে যায়। বি.দ্র: ঘটনা এরপর কোন দিকে টার্ন করাবো বুঝতে পারছি না বলে এখানেই থেমে গেলাম। যদি টার্ন করাতে পারি তাহলে যোগ করে দিব ইনশাল্লাহ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।