টানা নয় দিনের অনশন শেষ করলেন ভারতের প্রবীণ গান্ধীবাদী নেতা তথা সমাজসেবী আন্না হাজারে। গতকাল লোকসভায় দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাস হওয়ার পরপরই আনন্দে অশ্রুসজল হয়ে পড়েন তিনি। রালেগাঁও সিদ্ধিতে অনশন মঞ্চ থেকে দেশের জাতীয় পতাকা নেড়ে সবাইকে অভিনন্দন জানান আন্না।
মঞ্চে তখন উপস্থিত ছিলেন দেশের প্রথম মহিলা পুলিশ কর্মকর্তা (আইপিএস) কিরণ বেদী, দেশের সাবেক সেনাপ্রধান ভি কে সিং। প্রত্যেকেই 'জয় হিন্দ' এবং 'বন্দে মাতরম' বলে স্লোগান দেন।
পরে আন্না জানান, 'সংসদের উভয় কক্ষে বিলটি পাস হলেও এতে আত্দতুষ্টির কোনো জায়গা নেই, বরং বলা ভালো এখন থেকে আসল কাজ শুরু হলো। আমাদের সদা সতর্ক থাকতে হবে। ' ভারতের সংসদে দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাস করার দাবিতে গত ১০ ডিসেম্বর থেকে নিজের পৈতৃক ভিটে মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধির যাদববাবা মন্দিরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন আন্না হাজারে। সংসদে লোকসভা বিল পাস না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছিলেন। বিলটি পাস হওয়ায় কংগ্রেস ও বিজেপি সন্তোষ প্রকাশ করে এটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে।
কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী বলেন, তবে দুর্নীতি রুখতে লোকপাল বিলই যথেষ্ট নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।