আমাদের কথা খুঁজে নিন

   

এমবিই পাবেন অ্যাডেল

সংগীতজগতে ব্যাপক অবদান রাখার জন্য সম্মানিত হবেন গায়িকা অ্যাডেল। ব্যাং শোবিজের খবর অনুযায়ী, ১৯ ডিসেম্বর বাকিংহাম প্যালেসে তাকে এই পুরস্কার দেওয়া হবে।
২০০৮ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘নাইন্টিন’-এর সাফল্যের পর খ্যাতি পান অ্যাডেল। ২০১১ সালে মুক্তি পায় তার দ্বিতীয় অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’।
দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পর প্রায় ৩০টি দেশের মিউজিক টপচার্টের শীর্ষে পৌঁছায়।

অ্যাডেলের নিজ দেশ যুক্তরাজ্যের চার্টে প্রায় ২৩ সপ্তাহ ধরে শীর্ষে ছিল ‘টোয়েন্টি ওয়ান’।
২৪ তম সপ্তাহ পর্যন্ত আমেরিকান টপচার্টে শীর্ষে থাকার কারণে ‘ডায়মন্ড রেকর্ড’-এর খেতাব দেওয়া হয় ওই অ্যালবামকে।
আরও অনেক রেকর্ড রয়েছে অ্যাডেলের ঝুলিতে। তিনি ছিলেন একমাত্র গায়িকা, বিলবোর্ড হট ১০০ টপচার্টে একই সময়ে যার তিনটি সিঙ্গেল গান সেরা দশের মধ্যে অবস্থান করেছে।
চলতি বছরে অ্যাডেল পেয়েছেন একটি অস্কার।

জেমসবন্ড মুভি ‘স্কাইফল’-এ গান গেয়ে ক্যারিয়ারের প্রথম অস্কার জেতেন তিনি। ‘স্কাইফল’এর থিম সংটি নিজে লিখেছিলেন অ্যাডেল।
বর্তমানে নিজের ১৪ মাস বয়সী পুত্র অ্যাঞ্জেলোকে নিয়ে বড়দিনের আয়োজনে ব্যস্ত আছেন ২৫ বছর বয়সী এই গায়িকা।   
বাগদত্ত সাইমন কনেকির সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন অ্যাডেল, এই খবর চাউর হলেও তা শুধু গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই গায়িকা। কবে বসছেন তারা বিয়ের পিঁড়িতে, তা এখনও জানতে পারেনি কেউ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.