দেখিয়েই দিলেন ললিত মোদী। বিসিসিআই থেকে আজীবন নির্বাসনের সিদ্ধান্ত শোনার পরেও বিন্দুমাত্র না দমে লড়াই চালিয়ে গেলেন প্রাক্তন আইপিএল কমিশনার। প্রতিষ্ঠানটির নানা হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে বাগিয়ে নিলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) নির্বাচনে দাঁড়ানোর অনুমোদন।
অথচ, আজীবন নির্বাসনের পর বোর্ডের অনুমোদিত কোনও সংস্থার নির্বাচনে দাঁড়ানোর অধিকার হারিয়েছেন মোদি- এমনটাই বিসিসিআই'র পক্ষ থেক দাবি করা হচ্ছিল এতদিন।
বিসিসিআই থেকে আজীবন নির্বাসিত মোদী আরসিএ'র নির্বাচনে দাঁড়ানোর জন্য গত ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আবেদন করেন।
অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি নরেন্দ্র মোহন কাসলিওয়ালকেই আরসিএ নির্বাচনের প্রিন্সিপল অবজারভার নির্বাচিত করেছে সুপ্রিম কোর্ট। বুধবার সমস্ত বিষয় খতিয়ে দেখার পর মোদিকে নির্বাচনে দাঁড়ানোর আদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
এদিকে আরসিএ-কে চিঠি দিয়ে বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল ইতোমধ্যে জানিয়ে দিয়েছিলেন, মোদিকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দিলে তা বোর্ডের আইন লঙ্ঘন করার সমতূল্য হবে। এর ফলে ভবিষ্যতে বিসিসিআই'র সদস্য হিসেবে সমস্ত অধিকারও হারাতে পারে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিসেয়শন। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর বিসিসিআই'র এ বক্তব্য কতটুকু ধোপে টিকবে সেটাই এখন দেখার বিষয়।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরসিএ নির্বাচনে দাঁড়াতে মোদীর আর কোনও বাঁধা রইল না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।