আমাদের কথা খুঁজে নিন

   

বাতাসেই চলে লেগো গাড়ি

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে  জানিয়েছে, এক অস্ট্রেলিয়ান শিল্পপতি এবং এক রোমানিয়ান
প্রযুক্তিবিদ যৌথভাবে গাড়িটি নির্মাণ করেছেন। আর এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে পাঁচ লাখ লেগো।
গাড়িটির নির্মাণের পেছনে রয়েছে টুইটের মাধ্যমে অনেকগুলো মানুষের নতুন কিছু করার প্রয়াস। লেগো দিয়ে নির্মিত চারটি ‘এয়ার পাওয়ার্ড ইঞ্জিন’ এবং ২৫৬টি পিস্টনের ব্যবহার করে গাড়িটিকে চালানো সম্ভব হয়। গাড়িটির সবকিছুই এমনকি চাকাও তৈরি করা হয়েছে লেগো দিয়ে।


সহ- প্রতিষ্ঠাতা স্টিভ স্যামারটিনো বিবিসি কে জানিয়েছেন, তিনি নিজে কোনো গাড়ি বা লেগো বিষয়ে আগ্রহী নন।
স্যামারটিনো বলেছেন, “আমি আসলে প্রযুক্তির ব্যবহারে আগ্রহী এবং আমি দেখাতে চাই অনেকের পরিকল্পনায় এবং তারূণ্যের সহযোগিতায় কত কী করা সম্ভব। ”
তিনি আরও বলেন, “এই রোমানিয়ান ক্ষেপাটে তরুণের সঙ্গে আমার পরিচয় ওয়েবসাইটে। আর
সেখানেই আমাদের এমন ধারণা মাথায় আসে। ”
কিন্তু একে সফল করার মতো ক্ষমতা ছিল না তার।

তাই গভীর রাতে এক টুইটের মাধ্যমে ৫০০ থেকে ১ হাজার মার্কিন ডলার মূল্যের প্রকল্পটিতে সকলের অংশগ্রহণের আবেদন জানান তিনি। আর এতে বলা  হয়, কম করে ২০ জন অংশীদারির প্রয়োজন হবে এটিকে বাস্তব রূপদানের জন্য। সেই আবেদনের সাড়া দিয়ে ৪০ জন অস্ট্রেলিয়ান আর্থিক সহায়তায় এগিয়ে আসেন। ১৮ মাসের পরিশ্রম আর ধার্যমূল্যের চেয়ে অনেক বেশি অর্থের বিনিময়ে গাড়িটি বানানো সম্ভব হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন স্যামারটিনো।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।