নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।
তখন মনে হয় ক্লাস থ্রি-ফোরে পরি। নতুন নতুন একুশে টিভির যাত্রা শুরু হয়েছে । তো সেই সময় বেশ ভাল কিছু নাটক দেখাত । একদিন একটা নাটক দেখানো শুরু করলো , নাম " লোহার চুড়ি " ।
মুল চরিত্রে খালেদ খান। আইসসালা । পুরাই অস্থির অবস্থা। ৪ বন্ধু মিলে প্ল্যান করে রাতের বেলা একটা ব্যাঙ্কে ঢুকে টাকা আর ডিস্কে করে অনেক ইনফর্মেশন চুরি করে, যে ডিস্ক পরে অনেক মুল্যে বিক্রি করবে । এদের মধ্যে একজন আবার লোভে পরে দলের বাকি ৩ জনকে মেরে ফেলে।
পুলিশ অফিসার খালেদ খানের দায়িত্ব পরে এই কেসের । ব্যাপক অ্যাকশান আর সাস্পেন্সে ভরা ছিল নাটক টা। গতানুগতিকতার বাইরের এই নাটকটা মনে এমনভাবে দাগ কেটেছিল ; এখনো ভুলি নাই। বিশেষ করে খালেদ খান আর ভিলেন হিসেবে কোহিনূর নামের অভিনেতাকে ব্যাপক লাগসিল ।
আরও কিছুদিন পরে।
একুশে টিভিতেই আরেকটা জটিল নাটক দেখানো শুরু হইলো। নাম " দমন " । গ্যাংস্টার টাইপ কাহিনি। প্রয়াত আজিম মাফিয়া ডন টাইপ , খালেদ খান আর ঝুনা চৌধুরী তার প্রধান দুই সহযোগী । আজিমকে মেরে ক্ষমতা দখল করে খালেদ খান ।
এদিকে পুলিশ অফিসার টনি ডায়েস তাকে খুজে । এই ধরনের কাহিনি নিয়ে নাটক । এইটা আরও বেশি দাগ কাটলো । এত সুন্দর করে ভিলেনের পার্ট খালেদ খান করসিলেন, এক কথায় অসাধারণ।
রূপনগর নাটকের কথা তেমন কিছুই মনে নাই, খুব ছোট ছিলাম।
অনেক নাটকেই অভিনয় করেছিলেন তিনি, কিন্তু এই দুইটার কথাই মনে আছে। এই মাপের একজন অভিনেতা পাওয়া কঠিন । একটা আফসোস রয়ে গেলো, মঞ্ছে তার অভিনয় দেখা হলো না। তার রুহের মাগফেরাত কামনা করি। আশা করি ওপারের পৃথিবীতেও তিনি ভাল থাকবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।