বিশিষ্ট অভিনেতা খালেদ খান শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মস্তিষ্ক নিস্ক্রিয়তার কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংষ্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুর খবর শোনা মাত্রই দীর্ঘ দিনের সহকর্মীরা ছুটে যান বারডেম হাসপাতালে। সেখানে এক শোকাবহ দৃশ্যের অবতারণা হয়।
গত বুধবার থেকে বারডেম হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেতা।
চিকিৎসকেরা বলেছেন, খালেদ খানের মস্তিষ্কের কার্যক্ষমতা সম্পূর্ন লুপ্ত হয়ে গিয়েছিল।
চিকিৎসকরা আরো বলেন, কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালানো হয়েছিল।
পরীক্ষার রিপোর্টগুলোও ছিল নেগেটিভ। এমতাবস্থায় আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা।
খালেদ খানের চাচাতো ভাই আশরাফুল আশিষ বলেছেন, আমরা শেষ মূহুর্ত পর্যন্ত তাকে দেখতে চেয়েছিলাম ।
গত সোমবার রাতে স্ট্রোক করলে তাকে বারডেম হাসপাতলে ভর্তি করা হয়।
শনিবার সকাল সাড়ে দশটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে নাগরিক নাট্যদলের ‘দেওয়ান গাজীর কিসসা’তে কাজ করার মাধ্যমে পদচারণ শুরু হয় এই মঞ্চনায়কের। এরপর ৩০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ১০টি নাটকের।
সর্বশেষ মঞ্চে ‘নাগরিকের রক্ত করবী’ নাটকে অভিনয় করেন তিনি। শেষ নির্দেশনা দেন সুবচনের রূপবতী নাটকটি।
এ ছাড়া টিভি পর্দায় কাজ করেছেন 'সিঁড়িঘর', 'এই সব দিনরাত্রি', 'তুমি কোন কাননের ফুল', 'রূপনগর', 'মফস্বল সংবাদ', 'ওথেলো এবং ওথেলো', 'দমন', 'লোহার চুড়ি'র মতো জনপ্রিয় নাটকে।
কথা প্রসঙ্গেই উঠে আসে তাঁর 'রূপনগর' নাটকের বিখ্যাত হেলাল চরিত্র এবং সেই চরিত্রের জনপ্রিয় একটি সংলাপের কথা। 'ছি ছি ছি তুমি এত খারাপ' সংলাপটি তখন দর্শকের মুখে মুখে ছিল। যদিও সে নাটকে তিনি খল নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ।
আরো পড়ুনঃ
যে জেলার মেয়েদের বিয়ে করলে সংসার সুখের হয় !
হাসি দেখে চিনে নিন নারী
জেনে নিন কোন জেলার মেয়েরা কেমন? Woman of Bangladesh
মাত্র ৭ দিনে ওজন কমান ৪-৫kg
ইন্টারনেট ও মোবাইল ফোনে রাজধানীতে দেহ ব্যবসা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।