কূটনীতিক হেনস্থাকাণ্ডে এবার নরম সুরে কথা বলতে শুরু করেছে নয়াদিল্লি। দেশটির কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেছেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দু'দেশের সম্পর্কে অশুভ ছায়া পড়তে দেওয়া হবে না। এর আগে দেবযানী খোবরাগাড়েকে হেনস্থার ঘটনায় আমেরিকার ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল ভারত। দেবযানীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহারের দাবিও করা হয়।
ভারতের দাবি খারিজ করে দেয় যুক্তরাষ্ট্র। এরপর আজ সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে কথা বলতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জন কেরি। আর তারপরই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার ওইরকম মন্তব্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।