প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহু মেইলে কিছুটা পরিবর্তিত রূপে পুনরায় ট্যাব নিয়ে আসা হয়েছে এবং ট্যাবের সঙ্গে রিসেন্ট ফিচারটিও থাকবে।
নতুন এই ট্যাব দেখতে অনেকটাই অ্যাপলের এক্সপোজের মতো। এতে যোগ করা হয়েছে বেশ কিছু ফিচার। প্রতিটি ট্যাব গ্রিডের মতো সাজানো থাকবে এবং প্রিভিউ সিলেক্ট করলেই দৃশ্যমান হয়ে যাবে প্রতিটি ট্যাব। এছাড়াও ট্যাবগুলোর পাশে রিসেন্ট লিস্ট স্থাপন করা হবে কিছুদিনের মধ্যেই। ফলে ব্যবহারকারীদের সেবাটি ব্যবহার করতে আরও সুবিধা হবে।
বর্তমানে ইয়াহু মেইলের গ্রাহক সংখ্যা দশ কোটিরও বেশি। নতুন এ পরিবর্তনটি ছাড়া অন্যান্য সব কিছুই অপরিবর্তিত থাকবে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে দ্য ভার্জ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।