আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্সপ্লোরারে ট্যাব যোগ করা

আমরা যখন একাধিক ফোল্ডার খুলি তখন তা ভিন্ন ভিন্ন উইন্ডোতে খোলে। কিন্তু এগুলো যদি ফায়ারফক্স বা ওপেরা ব্রাউজারের মত একই উইন্ডোতে ভিন্ন ভিন্ন ট্যাবেবারের মাধ্যমে খুলতো তাহলে টাস্কবার যেমন পরিস্কার থাকতো তেমনই কাজেরও সুবিধা হতো। এমন ট্যাববারের জন্য ৮৪০ কিলোবাইটের কিউটি ট্যাববার ইনষ্টল করলেই হবে। এজন্য প্রয়োজন উইন্ডোজ ভিসতার অপারেটিং সিস্টেম। তবে উইন্ডোজ এক্সপিতে চলাতে হলে ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ ইনষ্টল করতে হবে।

সফটওয়্যারটি ইনষ্টল শেষে লগআউট করে নতুন করে লগইন করুন। এবার যেকোন ফোল্ডার বা ড্রাইভ খুলে View/Tool bars/QT Tab bar নির্বাচন করুন এবং স্বাভাবিক টুলবার হিসাবে ব্যবহার করুন। এখন Ctrl+N চাপলে নতুন ট্যাবে আরেকটি একই উইন্ডো আসবে। আর প্রত্যেকটি ফোল্ডারের উপরে মাউস রাখলে একটি ডাউন এরো আসবে যার উপরে ক্লিক করলে উক্ত ফোল্ডারের অধিনে থাকা সাবফোল্ডার এবং ফাইল দেখাবে যা ক্লিক করে সহজে খোলা যাবে। এভাবে ইন্টারনেট এক্সপ্লোরারেও ট্যাব ব্যবহার করা যাবে।

আর এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে হলে চেপে Ctrl+Tab চেপে যাওয়া যাবে। ডাউনলোড করতে এখানে গুতান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.