আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামধর্মে হস্তমৈথুন সম্পূর্ণ হারাম ।

undefined

হস্তমৈথুন কেন হারামঃ হস্তমৈথুন বা যেকোন উপায়ে বীর্য স্খলন করা নিষিদ্ধ। এটি কবীরা গোনাহ। আল্লাহ বলেন, যারা নিজ স্ত্রী ও দাসী ব্যতীত অন্যকে কামনা করে, তারা সীমালংঘনকারী (মুমিনূন ২৩/৬-৭; মা‘আরিজ ৭০/৩০-৩১)। এটি হ’ল আত্মঘাতি পাপ। যা মানুষের জীবন-যৌবন ধ্বংস করে।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ক্ষতিগ্রস্ত হয়ো না এবং অন্যের ক্ষতি করো না’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)। ক্বিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ হবে এবং হাত-পা সাক্ষ্য দিবে’ (ইয়াসীন ৩৬/৬৫)। অতএব এই পাপীদের এখুনি তওবা করতে হবে। নইলে জাহান্নামে যেতে হবে। এদের বাঁচার পথ হ’ল বিয়ে করা অথবা নিয়মিত নফল ছিয়াম রাখা (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০৮০)।

সেই সাথে সর্বদা সৎ চিন্তা করা ও সৎ সঙ্গ গ্রহণ করা। → হস্তমৈথনে ক্ষতিসমূহঃ হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়, (১) মানসিক সমস্যা । (২) শারীরিক সমস্যা । • পুরুষদের ক্ষেত্রেঃ ১) পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে সব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হল নপুংসকতা (Impotence) । অর্থাৎ ব্যক্তি যৌন সংগম স্থাপন করতে অক্ষম হয়ে যায় ।

২) আরেকটি সমস্যা হল অকাল বীর্যপাত (Premat ure Ejaculation) । অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে । ৩) বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় । তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ২০ মিলিয়নের কম (২ কোটি) । যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতার দেখা দেয় ।

একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন তখন তার থেকে যে বীর্য বের হয় সে বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ৪২ কোটির মত । স্বাস্থ্যবিজ্ঞান মতে কোন পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোন সন্তান হয় না । ৪) অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয় । • নারীদের ক্ষেত্রেঃ ১) নারীরা যখন স্বমেহন বা হস্তমৈথুন করে তখন তার কুমারীত্ব (Virgi nity) হারানোর সম্ভাবনা বেড়ে যায় । অনেকে স্বমেহন করতে গিয়ে কুমারীত্ব হারিয়ে ফেলে ।

ফলে তার বিয়ে করতে সমস্যা হয় । বিয়ের পর স্বামী তার এ অবস্থা দেখে তাকে সন্দেহ করে তালাক দেয় । তাই হস্তমৈথুন নারীদের অনেক বড় সমস্যার সৃষ্টি করে । আরো অনেক সমস্যা থাকতে পারে । • নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেঃ ১) পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায় ।

২)চোখের ক্ষতি হয় । ৩) স্মরণ শক্তি কমে যায় । ৪) মাথা ব্যথা হয় । ৫) আর উময়েরই সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয় । ফলে অনেক মুসলিম ভাই-বোনেরা সালাত পড়তে পারেন না ।

ইত্যাদি আরো অনেক অজানা সমস্যা হয় হস্তমৈথুনের কারণে । → বাঁচার উপায়ঃ (ছেলে,মেয়ে উভয়ের জন্য) ১. বিয়ের বয়স ও সামর্থ্য থাকলে বিনা প্রয়োজনে বিলম্ব করবেন না, অর্থাৎ দ্রুত বিয়ে করুন। ২. কোন কারণে লিঙ্গ উত্তেজিত হলে হাত দ্বারা স্পর্শ করবেন না । ৩.অশ্লীলতার ধারে কাছেও যাবেন না এবং খারাপ কিংবা অশ্লীল ছবি দেখবেন না । ৪. FB তে বা অন্য কোথাও অশ্লীল কিছু দেখলে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন ।

৫. সর্বদা আল্লার প্রতি ভয় রাখবেন । আল্লাহ্‌র কাছে সর্বদা সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ্‌র কাছে এসব থেকে সর্বদা মুক্তি চাইবেন। ৬. যেহেতু এটি হারাম তাই আপনার ইচ্ছা শক্তি দৃঢ় রাখবেন, তাহলেই হারাম থেকে বাচতে আল্লাহও সাহায্য করবেন । ৭. বেশি বেশি নফল সিয়াম (রোজা) পালন করা।

এই প্রশ্নটি হয়তো অনেকের মনে ছিলো কিন্তু লজ্জায় কারো কাছ থেকে জানতে পারতেন না । পোস্টটি থেকে আপনার উপকার হয়ে থাকলে অন্যদের জানার সুযোগ করে দিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.