আমাদের কথা খুঁজে নিন

   

ঊদিয়মান কন্ঠশিল্পী "তিমির সুজন" এর সাথে কিছুক্ষণ ।



নিউজঃ ঈদের ৭ দিনের ছুঠিতে ঘুড়তে গিয়েছিলাম কক্ক্সবাজারে। সাগর কন্যার সাথে মন ভাসাবো বলে, একটু মন ভিজাবো বলে আনমনে। হাটু পানিতে হাঁটছিলাম সন্দ্যাবেলা, হটাত দেখি পানির একটু উপরে পেছনে দুহাতে ভর দিয়ে আকাসে চাঁদের দিকে তাকিয়ে আছে শাট পড়া ২৬/২৭ বছরের একজন পুরুষ, দেখে পরিচিত মনে হল, সামনে গিয়ে দেখি ! পরিচিতই…কিন্তু নামটা মনে করতে পারছিলামনা। সৌজন্যতা মুলক…ভাই কেমন আছেন বলতেই, একটু হাসি দিয়েই…এইতো ভালো আছি, আপনি কেমন আছেন কমল ভাই। তথক্কনে মনে পড়েছে ঊনি সুজান ভাই।

চট্টগ্রামের তরুন উদয়মান জনপ্রিয় একজন কন্ঠশিল্পী তিমির সুজন ভাই। কিছুদিন আগে একটা NEWS কাভার করতে ভাটিয়ারী গল্ফ ক্লাব অডিটোরিয়ামে গিয়েছিলাম। Total Team নিয়ে সামনে স্টেন দেওয়া স্পীকারে গান করছিলেন স্পেনিশ গীটার বাজিয়ে। আয়ুব বাচ্ছু, সঞ্জিব চৌধুরী, সোলস এর পুরনো কিছু গাণ শুনছিলাম। অসাধারণ কিছু গাণ, রুপালী গীটার, আজ থেকে আর, পাষাণী, আমিও মানুষ, ফেরারী মণ, শেষ চিঠি, আমি তোমাকে বলে দেবো, রিক্সা কেন আস্তে চলেনা, সারাদিন তোমায় ভেবে, দেখা হবে বন্দু, বন্দু তোকে মিস করছি ভিষন…।

একান্ত কিছু কথার মাঝে হারিয়ে গেলো অনেকখানি সময়… কমলঃ কখন এসেছেন কক্সবাজারে। সুজনঃ এইতো আজ বিকেলে। কমলঃ থাকবেন ? সুজনঃ আছি ২/৩ দিন। কমলঃ তো হটাত কি মনে করে… .....নিবাষন…? সুজনঃ না দাদা নিবাষন নয়, একটু বিশ্রাম নিতে আসলাম। মাথাটা ঠীক কাজ করছিলনা, তাই একটু ব্রষ্টিস্নাত বাতাস নিতে আসলাম।

কমলঃ স্টেইজ শো করেন না এখন ? সুজনঃ একটু হাসি নিয়ে… “এতো ভালো বেসেছি তোরে, তুই কখনো ছাড়িসনা মোরে। বাশীর সুরে প্রেমাণলে হারায় যদি রাধা, কেমনে বধিব তারে কেইবা দিবে বাধা”। মনের ওপাড়ে গাণের বাস, নিস্তার নাই রক্তে যে মোর সুরের নিবাস। হা-হা-হা। ১৩ বছর ধরে ভিতরে লালন করছিতো…ও আমায় ছাড়বেনা দাদা।

কমলঃ তো গাণ নিয়েই আছেন নাকি অন্যকিছু করেন…? সুজনঃ কি আর করবো কমল ভাই, কোণ দিকেইতো মন বসাতে পারিনা। কতো কিছুই না ছাড়লাম। না! আমাকে দিয়ে আর কিচ্ছু হবেনা কমল ভাই । দোয়া কইরেন…। কমলঃ তাতো করলাম…ই, কিন্তু হঠাত দোয়া, কেনো…-কোন কাজে হাত দিচ্ছেন নাকি ? সুজনঃ একটা Solo এলবাম এর কাজে হাত দিলাম কমল ভাই, জানিনা কি আছে কপালে।

একটু দোয়া কইরেন। কমলঃ তাই নাকি! এতো ভালো কথা, কখন পাচ্ছি ? সুজনঃ সব কিছু ঠিকমতো হলে Valentine Day তে আশা করছি। কমলঃ এই দিন কেন ? নাকি…? সুজনঃ হুঁ প্রায় ৭ টা গাণই প্রেম Related বাকি গুলো ফোক, রাধারমণ স্যারের পুরনো একটা গান Fusion করেছি। কমল: সবাইতো ঈদ আর পুজাকে Target করে, আপনি Valentine’s Day কেন ? সুজনঃ ইছে করেই! কোন কারণ নাই দাদা। কমলঃ কোন বেনারে আসছে ? কারা কাজ করেছেন ? সুজনঃ ব্যনার এখনো ঠিক করিনি, তবে সিডি চয়েস অথবা সংগীতা যে কোন একটা হবে।

ঢাকার কিছু ভালো মানের Composer কাজ করেছে। রাফি, ইমরান, বেলাল খান, শরীফ সুমন, শহীদ ভাই। গাণের কথা- Loveগুরু মিজানুর রহমান সামি। ওফ ২২/২৩ বছরের একটা ছেলে কিভাবে এতো কল্পনার রাজ্যে বাস করতে পারে বুঝিনা। এলএলবি শেষ করে প্রেক্টিস করছে।

দুটো গাণ Tune করেছে মাহামুদ সাজিদ। ইন্টার 2nd year এ পড়ছে, সিটি কলেজ। অসাধারণ এক প্রতিভা। কমলঃ Solo করছেন নাকি ? সুজানঃ হ্যা Solo তবে ৪ টা Duet song আছে। দুইটা গানে অওরিন আর চৈতি কাজ করেছে।

আর দুইটাতে পুজা অথবা এলিটা থাকতে পারে। কমলঃ কখন শেষ হবে…? সুজানঃ প্রায় শেষের দিকে, আর ২টা গান বাকি আছে। আশা করছি ডিসেম্ভরে কাজ শেষ হবে। কমলঃ তাহলে 31st Night এ রিলিজ করে দেন। সুজানঃ হুঁ জানুয়ারী থেকেই কাজ শুরু করবো, তবে Love Song তো Valentine’s Day তে হলে একটা Gift হিসেবে হয়তো আপনাদের হাতে তুলে দিতে পারবো।

কমল দা চাঁদ মামা তো মাথার উপর চলে এলো…চলেন এবার একটু হাটি। কমলঃ আপনার Solo Album এর নাম কি রাখবেন? ১৪ই ফেব্রুয়ারীর আগে পাচ্ছিতো ? সুজনঃ এখনো ঠীক করিনি বস। Album এ সব গুলো গানই রোমান্টিক, তাই খুব ইচ্ছে “Love Express” রাখার। আশাতো করছি বাকিটা… এভাবে কথা বলতে বলতেই সময় গড়িয়ে গভির রাত। বালির মাঝখান দিয়ে হাটছি খালি পায়ে জুতো হাতে, আর ভাবছি…… শিল্পী তিমির সুজন


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.