আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউর জয়

শনিবার জিতেছে ম্যান ইউর প্রতিবেশী ও গতবারের রানার্স-আপ ম্যানচেস্টার সিটিও। ফুলহ্যামের মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্টও ৩৫, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। আর্সেনাল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিভারপুল। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৩। তারাও একটি ম্যাচ কম খেলেছে। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করা ম্যান ইউর অবস্থান সপ্তম। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২৬ মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাক।

স্ট্রাইকার ওয়েইন রুনির পাস থেকে গোলটি করেন তিনি। ৩৬ মিনিটে ওয়েলব্যাকের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের মিডফিল্ডার আদনান ইয়ানুজাই। ৭২ মিনিটে রুনির আরেকটি দারুণ পাস থেকে জয় নিশ্চিত করেন মিডফিল্ডার অ্যাশলি ইয়াং। ৮২ মিনিটে অতিথিদের একমাত্র গোলটি স্ট্রাইকার কার্লটন কোলের। ফুলহ্যামের মাঠে ২৩ ও ৪৩ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে ও বেলজিয়ামের ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির লক্ষ্যভেদ বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে দেয় ম্যান সিটিকে।

তবে ৫০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার কিয়েরান রিচার্ডসন ও ৬৯ মিনিটে কোম্পানির আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে স্বাগতিক দল। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়লেও ৭৮ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হেসুস নাভাস ও তার পাঁচ মিনিট পর ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনারের গোল জয় নিশ্চিত করে দেয় ম্যান সিটির। ইপিএলের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে ও স্টোক সিটি ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে এবং হাল সিটি ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ১-১ গোলে আর নরউইচ সিটি ও সান্ডারল্যান্ড গোলশূন্য ড্র করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।