এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুরস্কার পেতে হলে প্রথমেই যা করতে হবে তা হলো প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পাভেল এবং নিকোলাই দুরভের প্রতিদিনের মেসেজে বাঁধা সৃষ্টি করে বের করে নিতে হবে একটি গোপন ই-মেইল অ্যাড্রেস।
পরবর্তীতে অ্যাপটির এনক্রিপশন ভাঙতে পারলে ওই ইমেইল অ্যাড্রেসে মেসেজ দিয়ে জানাতে হবে ডেক্রিপ্টেড টেক্সটি। মেসেজে এনক্রিপশন ভঙ্গকারীকে বিস্তারিতভাবে জানাতে হবে কীভাবে তারা এনক্রিপশনটি ভেঙেছে। টেলিগ্রামের দাবী তারাই বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং দ্রুতগতির মেসেজিং অ্যাপ।
প্রতিষ্ঠানটি এ সম্পর্কে জানিয়েছে, প্রতিযেগিতাটি যে ন্যায্যভাবে পরিচালনা করা হয়েছে তা প্রমাণের জন্য বিজয়ী ঘোষণা করার পর তারা ডেক্রিপশনের জন্য যেসব কি প্রয়োজনীয় ছিল তা প্রকাশ করে দেবে।
আর যদি ২০১৪ সালের মার্চের এক তারিখের মধ্যে কেউই এনক্রিপশন ভাঙতে না পারেন তাহলেও তারা ‘কি’-গুলো প্রকাশ করবে বলে জানিয়েছে বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।