আমাদের কথা খুঁজে নিন

   

এএসপির অপসারণ দাবিতে আলটিমেটাম

গোপালগঞ্জে পুলিশের এএসপি (সার্কেল) মনিরুল ইসলামকে জামায়েতের প্রশ্রয়কারী ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে গোপালগঞ্জবাসীর ব্যানারে গতকাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে দুপুরে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী রিয়াজুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শরীফ আশরাফ আলী, লুৎফর রহমান, বিএম হাসান কবীর সানু প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মনিরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গোপালগঞ্জ আদালত পাড়ায় গতকাল বোমা আতঙ্ক দেখা দেয়। দুপুর ১টার দিকে বোমা সদৃশ্য বস্তু দেখতে পেলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে একটি ইউপিএস উদ্ধার করে। সদর থানার ওসি জানান, এটি বোমা নয়, একটি নষ্ট ইউপিএস।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.