আস্সালামুআলাইকুম।
অনেক দিন পর সাহায্যের আবেদন নিয়ে টিউন করতেছি। পারলে কেউ একটু কষ্ট করে সাহায্য করবেন আশা করি।
আমার একটা ট্যাবলেট আছে। বিদেশ থেকে পাঠানো।
"HunyDon" এর ট্যাব। প্যাটার্ন লক দেওয়া ছিল। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে কিভাবে লক হয়ে যায় সেটাতো আশা করি সবাই জানেন। এইটা আমার স্যামসাং গ্যালাক্সি মোবাইলের ক্ষেত্রেও হইছিল। কিন্তু মোবাইলে হার্ড রিসেট দিয়ে ঠিক করে ফেলছি।
কিন্তু ট্যাব এ হার্ড রিসেট এর প্রসেস (ভলিউম আপ + পাওয়ার বাটন {চাইনিজ ট্যাবগুলোর মত এইটাতেও হোম বাটন নাই}) কাজ করতেছে না। এখন কিভাবে এইটা ঠিক করতে পারি যদি কেই পারেন তাহলে কমেন্টে একটা সলিইশন দিয়েন। আর বিভিন্ন মার্কেটে প্রফেশনালরা কিভাবে এন্ড্রয়েড ডিভাইস গুলো ফ্লাশ করে সেইটাও যদি কেউ জানেন তাহলে আশা করি শেয়ার করবেন। ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।