স্বপনের মাঝে ভেসে আসো তুমি ,মোর গোধূলীবেলায়,
শূন্য দিঘীতে,মর্-ম্র বুকে, নির্জনতার ভেলায় !
মনেপড়ে সেই সকালের ফুুল হয়ে,
পদ্মপাতায় শিশিরকণা লয়ে,
মোর জীবনে এসেছিলে তুমি,আমার ভোরের মালায়!
স্বপনের মাঝে ভেসে আসো তুমি ,মোর গোধূলীবেলায়!!
দগ্ধ দিবসে হারালো শিশির-কণা,
দুপর গড়াতে বুুকে বাজে বেদনা,
শুষ্ক হলো তোমার ও মুখ-খানি,
বিদায় জানালে,হতাশায় ডুবে আমি,
ছেড়ে গেলে মোরে,ওগো সুমন,ভরে দিয়ে মন-ব্যথায়!
স্বপনের মাঝে ভেসে আসো তুমি ,মোর গোধূলীবেলায়!!!
নির্জনতায় শঙ্খচিল হয়ে,
গগনে ভাসি নীরব হতাশা লয়ে,
সি্তমিত আলোর গোধূলি বুঝি আসে,
দেরীনাই আর নিশীথ-শান্তি প্রকাশে,
ঘুম-ঘুম-ঘুম নিদ্রা এলো বুঝি,
স্বপনের মাঝে,হে ফুল,তোমায় খুঁজি,
ক্লান্ত দিঘীতে,শ্রান্ত বেদন ছায়!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।