আমাদের কথা খুঁজে নিন

   

ইলেক্ট্রোনিক্স সামগ্রী মেরামতের কাজ শিখুন নিজে ঘরে বসে!!!!


সবাই সালাম নিবেন|বাংলাদেশে এই প্রথম আনকমন জিনিস নিয়ে লিখলাম সবাই পড়বেন|সাধারণত বিভিন্ন পেজে অনেক টিপস থাকে সেগুলি সফটওয়্যারের কাজ|আজ আমি যে জিনিস নিয়ে আলোচনা করব তা ভিন্ন ধরনের এবং হার্ডওয়্যার সম্পর্কিত| ইলেক্ট্রোনিক্স সামগ্রী হ্যাঁ বন্দুরা এটা আমাদের দৈনন্দিক দিনের একটি প্রয়োজনীয় জিনিস |তবে নানা কারনে বিভিন্ন ইলেক্ট্রোনিক্স সামগ্রী নষ্ট হয়ে যায় |আপনি চাইলে ইলেক্ট্রোনিক্স সামগ্রী মেরামতের  কাজ নিজে শিখতে পারেন খুব সহজে|যা শিখে আপনি ঘরের নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন ইলেক্ট্রোনিক্স সামগ্রী নিজে মেরামত করতে পারবেন|আপনি এসব কাজে কি আদক্ষ?আপনি কি মেয়ে?কোন সমস্যা নেই|আপনিও পারবেন|
তাহলে দেখেনিন এক নজরে কাজগুলিঃ
১)UPS:আপনার কম্পিউটারের UPS আগে ১৫ মিনিট ব্যাকআপ দিত কিন্তু এখন ৫মিনিট বা ১ মিনিট  ব্যাকআপ দেয় বা নষ্ট হওয়ায় ফেলে রেখে দিয়েছেন?উত্তরটা যদি হ্যাঁ হয় তা হলে নোপ্রবলেম এটি ঠিক হবে|এবং খুব ভাল ভাবে ঠিক হবে|
২)আপনার বাসার ইলেক্ট্রোনিক্স কয়েল এর পানি শেষ হয়ে গেছে এখন পানি কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় যে দামে আপনি একটি নতুন কয়েল কিনতে পারবেন তাই পুরাণটা ফেলে রেখে দিয়েছেন? উত্তরটা যদি হ্যাঁ হয় তা হলে নোপ্রবলেম
এটি ঠিক হবে|
৩)আপনার চার্জার লাইট নষ্ট?
৪)আপনি নিজে চার্জার লাইট বানাতে চান?
৫)আপনার বাসার ইলেক্ট্রোনিক্স এনার্জি বাল্ব নষ্ট?
৬) আপনার বাসার ছাদ ফ্যান এর স্পীড কমে গেছে বা হঠাৎ ছাদ ফ্যান নষ্ট হয়ে গেছে?
****এরকম আরও অনেক কিছু সমস্যা?
আপনি নিজে সমাধান করতে পারেন|****
এখানে বলে রাখি আমি এই সমস্যাগুলুর সমাধান আমি পেজে লিখব না বা শেয়ার করব না|কারন পেজে দিলে তা কপি এবং পেস্ট হবে|আপনাদের যার যে সমস্যা  তারা আমার ফেইসবুক এ মেসেজ দিয়ে বলতে পাররেন|FB: pabel70@live.comএ সার্চ দিন|

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।