প্রধানমন্ত্রীর অফিস দাবি করেছে বিষয়টি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ বিষয়ে একটি ব্যাখ্যাও দিয়েছে তারা।
১০ ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, এস্কর্ট সংস্থাটির সঙ্গে প্রধানমন্ত্রী ক্যামেরনের জড়িত থাকার ব্যাপারটি ‘একেবারেই অনিচ্ছাকৃত’।
প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, ২০১০ সালে একটি অটো-ফলো প্রক্রিয়া ব্যবহার করা হয়েছিল। এর ফলে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট @Number10gov কে যারাই ফলো করত, তাদেরও ওই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই পাল্টা ফলো করত।
আর এ স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি যখন যুক্ত করা হয়েছিল তখন ক্যামেরন নন বরং গর্ডন ব্রাউন এবং লেবার পার্টি ক্ষমতায় ছিল।
এ প্রক্রিয়ার ফলে পরবর্তীতে দেখা যায় @Number10gov প্রায় তিন লাখ ৭০ হাজার অ্যাকাউন্টকে ফলো করছে। তখন থেকেই স্প্যাম, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ইত্যাদিকে আন-ফলো করার প্রক্রিয়া শুরু করা হয় যার কাজ এখনও চলছে। এ কারণেই এস্কর্ট সংস্থাটির অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রীর ফলোয়িং তালিকায় পাওয়া গেছে।
এ প্রসঙ্গে কার্লটনস অফ লন্ডনের একটি সূত্র জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী বা টুইটার সম্পর্কে কিছুই জানে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।