আমাদের কথা খুঁজে নিন

   

প্প্রকাশিত হয়েছে "পলাশ অ্যান্ড ফ্রেন্ডস" এর ১ম অ্যালবাম "আওয়াজ" [ডাউনলোড লিঙ্ক সহ]





গত ১৬ই ডিসেম্বর ফিউশন রক ব্যান্ড "পলাশ অ্যান্ড ফ্রেন্ডস তাদের ১ম অ্যালবাম "আওয়াজ" প্রকাশ করেছে । অ্যালবাম এর নামকরণ সম্পর্কে ভোকালিস্ট পলাশ বলে, এই মুহূর্তে সারা পৃথিবীতে যে হত্যা-ধংশযজ্ঞ লেগেই চলেছে,আমাদের সবারই এ নিয়ে যার যার অবস্থান থেকে "আওয়াজ" তুলতে হবে,এবং এটা খুব জরুরি,তাই অ্যালবাম এর নামকরণ "আওয়াজ"।

জানা গেছে,অ্যালবামে গান আছে মোট ৮ টি।গানগুলোর শিরোনাম হচ্ছে, অসুখী,আওয়াজ,টোকাই,বাংলা মা,ভুল,খুধা,বিজয়,হারানো হিয়া (নজরুল গীতি)।অ্যালবাম এর জন্য গান লিখেছেন,রবিউল ইসলাম জীবন,সোমেশ্বর অলি,তান্না,পলাশ,জাহাঙ্গীর আলম।সুর করেছেন পলাশ।অ্যালবাম এর কম্পোজিশন করেছে "পলাশ অ্যান্ড ফ্রেন্ডস" ব্যান্ড।

এর মধ্যে "অসুখী" গানটির মিউজিক ভিডিও ইউটিউব এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে।


এ্যালবামের ডাউনলোড লিংক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।