আমাদের কথা খুঁজে নিন

   

জয়েই বছর শেষ বার্সা রিয়ালের

গেটাফে-বার্সেলোনা ম্যাচ। গত রবিবারের এই ম্যাচ দেখতে বসে অনেকে বিশ মিনিট পরই ঘুমের রাজ্যে হারিয়ে গেছেন। এর অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। এমনিতেই দলে নেই লিওনেল মেসি এবং নেইমারের মতো তারকারা। তাছাড়া ১৫ মিনিটেই বার্সেলোনা পিছিয়ে ২-০ গোলে! এরপর কোনো বার্সা ভক্তের জন্য খেলা দেখা ছিল বিস্ময়েরই।

তবে এই বিস্ময়কে জয় করে যারা গত পরশু রাতের খেলাটি দেখেছেন, তারা ভাগ্যবান। স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো রদ্রিগেজের আট মিনিটের ঝড় তারা প্রত্যক্ষ করেছেন। দেখেছেন ঝড়োগতির একটি দুর্দান্ত হ্যাটট্রিক। ২-০ ব্যবধানটা ম্যাচ শেষে বার্সেলোনার অনুকূলে ৫-২ হতে দেখেছেন তারা। গত রবিবার কাতালানরা মেসি-নেইমারকে ছাড়াই ৫-২ গোলের বিশাল জয় নিয়ে বাড়ি ফিরেছে।

বার্সেলোনা সহজে জিতলেও রিয়াল মাদ্রিদকে ঘাম ঝরাতে হয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রোনালদোরা ৩-২ গোলের জয় পেয়েছে ভ্যালেন্সিয়ার মাঠে। তবে দুই স্প্যানিশ জায়ান্টই বড়দিনের ছুটিতে গেল বিজয়ের স্বাদ নিয়ে।

অ্যাটলেটিকো মাদ্রিদ একদিনের জন্য আরও একবার লা লিগায় শীর্ষে থাকার সুযোগ পেল। শনিবার লেভেন্তেকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল তারা।

তবে একদিন পরই বিশাল জয়ের মধ্য দিয়ে শীর্ষ স্থান পুনঃদখল করেছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে কাতালানরা অবস্থান করছে শীর্ষে। সমান ম্যাচে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৪৬ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪১ পয়েন্ট। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে পয়েন্টের ব্যবধান থাকলেও একটা স্থানে দুই দলই আছে সমান্তরালে। চলতি মৌসুমে লা লিগায় দুই দলই ৪৯টি করে গোল করেছে!

গত রবিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ১০ ও ১৫ মিনিটে গেটাফেকে গোল উপহার দেন সার্জিও এসকুদেরো এবং লিসান্দ্রো লোপেজ।

তবে ৩৪, ৪১ ও ৪৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে পেদ্রো রদ্রিগেজ বার্সেলোনার জয়ের ব্যবধান এনে দেন। লা লিগার চলতি মৌসুমে এটি পেদ্রোর দ্বিতীয় হ্যাটট্রিক! চলতি মৌসুমে কেবল রোনালদোরই এতদিন দুটি হ্যাটট্রিক ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৭২ মিনিটে সেস ফ্যাব্রিগাস আরও দুটি গোল করে বার্সেলোনার জয়ের ব্যবধানই কেবল বাড়ান।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভ্যালেন্সিয়া ছিল শক্তিশালী দলই। ম্যাচ জুড়েই এর অসংখ্য প্রমাণ পাওয়া গেছে।

তবে অ্যাঞ্জের ডি মারিয়ার ২৮ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল রিয়ালই। এরপর পাবলো পিয়াতির গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ৪০ মিনিটে রোনালদোর গোলে আবার এগিয়ে যায় রিয়াল। ৬২ মিনিটে এই গোলটাও শোধ করে দেন ভ্যালেন্সিয়ার জেরেমি ম্যাথু। রিয়ালকে জয়সূচক গোল উপহার দেন হেসে রদ্রিগেজ।

লা লিগার গোলদাতার তালিকায় রোনালদো দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করলেন। ১৯ গোল নিয়ে শীর্ষে দিয়েগো কস্তা। ১৮ গোল করেছেন রোনালদো।

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.