টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে।
বাসায় এতোদিন এলুমিনিয়ামের বদনা ছিলো, কিন্তু সেটার তলায় একটা ফুটো হয়েছে কিছুদিন ধরে, সেটাও সমস্যা ছিলো না, তবে ইদানিং বদনাটার ফুটোটা বড় আকার ধারণ করেছে। পানি বদনায় ভর্তি করার ১ মিনিটের মাঝেই অর্ধেক পানি হাওয়া হয়ে যাচ্ছে।
বাড়িওয়ালা ঠিকমতো পানি সাপ্লাই দেয় না, এই অবস্হায় ফুটোওয়ালা বদনা ব্যবহার করা বিপদজনক হয়ে দাড়িয়েছেন। টিভিতে বালতি, মেলামাইন, হেঙ্গার, র্যাক, চেয়ার, টেবিল নানা জিনিসের বিজ্ঞাপন দেয়, কিন্তু মানব সমাজের জন্য অতি প্রয়োজনীয় বদনা কোনটা ভালো হবে, সেটা নিয়ে কেউ কিছু বলে না।
প্লাস্টিকের বদনার ব্যাপারে অভিজ্ঞজনদের সহয়তা চাই। দেশি বদনা ভালো হবে, না বিদেশীটা কিনবো? দাম কেমন হতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।