আমাদের কথা খুঁজে নিন

   

Remove Shortcut Virus , shortcut virus এর সমাধান নিন এখনি

অনেক সময় দেখা যায় আপনার পেনড্রাইভের সব ফাইল Shortcut হয়ে গেছে । কি বিপদ! এবার কি হবে? ফাইল গুলো যদি রিকভার করতে চান তবে নিচের যেকোনো একটি নিয়ম follow করুন।
লিনাক্স চালিত কোন কম্পিউটারে এখনি আপনার পেনড্রাইভ প্রবেশ করান । আপনার সব ফাইল যেগুলো হাইড আর শর্টকাট হয়ে গিয়েছিল সব ফিরে পাবেন ! শুধু দরকারি ফাইল গুলো কপি করুন এবং পেনড্রাইভটি এবার format দিয়ে দিন ! কি কাজ করছেতো?
এই নিয়মটি আপনার পিসি তেই apply করতে পারবেন। এখনি 7zip ডাউনলোড করে নিন ।

এবার 7zip file manager ওপেন করুন। এবার আপনার পেনড্রাইভ টির address এ browse করুন । আগের মত ফাইল কপি করে পেনড্রাইভটি format দিয়ে দিন।
Install করুন "WINDOWS DEFENDER" এবার scan করুন পেনড্রাইভটি ।
Panda Security Install করুন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।