মানুষ কত ভয়ংকর!!! আবার মানুষ কত মজাদার!!! আপনি হয়তো অনেকের কাছেই শুনেছেন যে যে কোন ইউএসবি স্টোরিং ডিভাইস যেমন পেনড্রাইভ, কার্ড রিডার ইত্যাদি কম্পিউটার থেকে খুলে নেবার আগে Safely Remove Hardware ব্যাবহার করতে হয়। কিন্তু আপনি হয়তো এটি ছাড়াই ব্যাবহার করে দেখেছেন যে পেনড্রাইভের কোন সমস্যা হয়নি। এবং পেনড্রাইভ ভালোভাবে চলছে। কিন্তু আসলেই Safely Remove USB Sticks অপশনটি ব্যাবহার করা উচিত। কিন্তু কেন?
কারণ, আপনি যদি যখন কোন ফাইল ইউএসবি ডিভাইসে রাইট করতেছেন সে সময় আপনি আপনি আপনার পেনড্রাইভ টি বের করে নিলেন।
ফলে আপনার ডাটা করাপ্টেড হয়ে যেতে পারে। উদাহরণসরূপ আপনি আপনার পিসি থেকে ফাইল আপনার পেনড্রাইভে মুভ (Move) করছেন। তখন যদি আপনি আপনার পিসি থেকে পেনড্রাইভ খুলে নেন তাহলে কিন্ত আপনার পিসিরই ফাইলটি ক্ষতিগ্রস্ত হলো। একই সাথে আপনার পেনড্রাইভেও ব্যাড সেক্টর পড়তে পারে। কতোগুলো ফ্লাশ ড্রাইভে LED লাইট দেওয়া থাকে।
যার জ্বলা-নেভা দেখে ফাইল রাইট হচ্ছে না কিনা তা বুঝা যায়।
যদিও আপনার হয়তো মনে হতে পারে যে আপনার ইউএসবি ডিভাইসটি ব্যাবহৃত হচ্ছে না তারপরও কিন্ত এটি ব্যাবহৃত হতে পারে। হয়ত ব্যাকগ্রাউন্ডে কোন একটি অ্যাপলিকেশন এটি ব্যাবহার করছে।
তাই Safely Remove Hardware আইকন ব্যাবহার করেই ইউএসবি ডিভাইস আনপ্লাগ করা উচিত। এজন্য Safely Remove Hardware আইকনে ক্লিক করে Eject Storage Mediaএ ক্লিক করতে হবে।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এই বার্তা দেখাবেঃ
Safe To Remove Hardware
The ‘USB Mass Storage Device’ device can now be safely removed from the computer.
তখন আপনি নিরাপদে আপনার ইউএসবি ডিভাইসটি আনপ্লাগ করতে পারবেন। একই কথা লিনাক্স ও ম্যাক ইউজারদের ক্ষেত্রেও প্রযোজ্য। লিনাক্স ও ম্যাক ইউজারদেরে ফাইল ম্যানেজার হতে ড্রাইভটি Eject করতে হবে।
এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে আমার ব্লগটি ঘুরে আসতে পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।