আমাদের কথা খুঁজে নিন

   

অপরাজিতই রইলেন মরিনহো

অনেক যুদ্ধ হলো। লড়াই হলো। সেনাপতিরা অক্ষত থেকে মাঠ ছাড়লেন। সৈনিকরাও অক্ষত তবে ক্লান্ত। কিন্তু এ যুদ্ধের কোনো ফলাফল হলো না।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে হোসে মরিনহোর চেলসি এবং আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল গত সোমবার মুখোমুখি হয়েছিল। তবে এ লড়াইয়ে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো দুই দলকে। হোসে মরিনহো টানা ১০ ম্যাচে অপরাজিত থাকলেন ওয়েঙ্গারের বিপক্ষে! ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-আর্সেনালের লড়াইটা ড্রতে শেষ হওয়ায় লাভ হলো লিভারপুলের। অলরেডদের জন্য বড়দিনের সবচেয়ে বড় উপহার লিগের শীর্ষে অবস্থান করাটা। দীর্ঘদিন থেকেই ইংলিশ লিগে শিরোপার স্বাদ থেকে বঞ্চিত লিভারপুল।

নতুন প্রজন্মের তারকারা এখনো হয়ত অনুধাবন করতে পারেনি, এই লিভারপুল এক সময় কি দাপুটে ফুটবল খেলেছে ইংলিশ লিগে। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে সমান পয়েন্ট রয়েছে আর্সেনালেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে ম্যানসিটি।

৩৪ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে চতুর্থ স্থানে। ইংলিশ লিগে শিরোপা লড়াইয়ে আছে এভারটনও! ১৭ ম্যাচের তাদের সংগ্রহও ৩৪ পয়েন্ট।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।