আমাদের কথা খুঁজে নিন

   

প্যানথার কনডমের 'আসল পুরুষ' অ্যাড ব্যান করা উচিত



টিভিতে দিন নাই রাত নাই প্রায় প্রতিদিন কয়েকবার করে একটা ১৮+ অ্যাড দেয়। সেখানে দেখায় এক মহিলা বিছানা থেকে উঠছে। পাশে এক পুরুষ শোয়া। বুঝানো হয়েছে তার স্বামী। মহিলা বিছানা থেকে উঠে এক হাসি দিলো।

মানে রাতে পুরুষটি ভালোই তৃপ্তি দিয়েছে তাকে এবং সে ধন্য হয়েছে এই প্রেমের জন্য। এরপরে উঠল পুরুষটি এবং ইশারায় এমন এক ভঙ্গি করলো যে সে রাতে বিশ্ব জয় করেছে। মহিলা তখন শরমে শেষ। সে পুরুষটির গলায় মেডেল পরিয়ে দিলো। আসল পুরুষ মেডেল।

এরপরে পুরুষ মেডেল কিছুক্ষন ধরে ভাব নিলো এবং ড্রয়ার খুলে আরো 'আসল পুরুষ' মেডেলের সাথে এটাও রেখে দিলো। এদিকে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে 'আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। এই যে সুরসুরি দেয়া অ্যাডটা যে দিন রাত ২৪ ঘন্টা দেয় টিভিতে সেটা পরিবারের সব সদস্য নিয়ে কি এই অ্যাড দেখা সম্ভব? এইসব অ্যাড দিবে রাত ১০ / ১১টার দিকে কিন্তু দিনে দুপুরের সবার সাথে বসে টিভি দেখার সময় এই অ্যাড এনে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেলে গেলে দেখি ঐ একই অ্যাড। ঐদিন বোনের সামনে এই অ্যাড দেখে কি যে বিব্রতকর অবস্থায় পড়েছি।

কনডমের অ্যাড দেখাবে রাত ১০টার পরে এবং সেটা আরো শালীলভাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।