আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপটি হাতে নিতেই দেখি জেসিকার চোখ থেকে অজস্র নীল প্রজাপতি উড়ে যাচ্ছে অনন্তের পথে,

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গোলাপটি হাতে নিতেই দেখি জেসিকার চোখ থেকে অজস্র নীল প্রজাপতি উড়ে যাচ্ছে অনন্তের পথে,
----------------------------------------------------------
জেসিকা ভালোবাসলো আমাকে__খবু করে,
বিরাট গরু ছাগলের হাটে ষাড়কে যেভাবে খুঁটিয়ে খাটিয়ে কিনে গেরস্ত __
অমন পর্যবক্ষণে কিনে যেন ভালোবাসলো।

আমার দৈহিক গঠন ঠিক আছে কি-না?
আমার চোখ দুটো ছোট বড় কি- না ?
আমার হাতের আঙুল লাউডুগির মতোন কি - না ?
আমার দৃষ্টিতে কোনো ইতরামির গন্ধ আছে কি -না ?
আমার দাঁতগুলো পরিস্কার কি- না ?
আমি কোন ভাষায় কথা বলি ?
আঞ্চলিকতার দোষে দুষ্ট কি-না ?__সব খুঁটে খুঁটে দেখলো আমাকে
তারপর দিলো একটি গোলাপ।


আমি গোলাপটি হাতে নিতেই দেখি জেসিকার চোখ থেকে অজস্র নীল প্রজাপতি উড়ে যাচ্ছে অনন্তের পথে,

ভাবলাম : ভালোবাসার জন্য দৈহি গঠনপ্রণালী দরকার
ক্রটিহীন যন্ত্রের মতোন__কেনোনা বিকল বিমান আকাশে উড্ডিন হলে ভেঙে চুরে পড়বে না ভূতলে
তাই কি জেসিকা আমাকে নিয়ে অনন্তের পথে যেতে আমার সব খুঁটে খুঁটে দেখলো ?
২৬.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।