আমাদের কথা খুঁজে নিন

   

Android মজা [পর্ব-২০]:: একটি মাত্র Apps দিয়ে জেনে নিন সকল মোবাইল ফোন অপারেটর এর যাবতীয় তথ্য সাথে রয়েছে সুন্দর একটি Apps ছোটদের জন্য

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেক সময় এমন হয়, ইন্টারনেট প্যাকেজ নিবেন কিন্তু জানা নেই কি লিখে কত তে SMS করতে হবে, FNF add করবেন জানেন না কি লিখে কত তে  SMS করতে হবে, ইন্টারনেট এর মেগাবাইট কত অবশিষ্ট আছে জানার প্রয়োজন হয় কিন্তু ভুলে গেছেন কত লিখে ডায়াল করবেন  এগুলোর জানার জন্য প্রায়ই আমাদের কাস্টমার কেয়ার এ ফোন করে টাকা নষ্ট করতে হয়। আর আপনার টাকা খরচ হবে না, তাই আপনাদের সুবিধার জন্য দারুন একটা Apps নিয়ে এসেছি, এই Apps দ্বারা আপনি  বাংলাদেশের বর্তমান সকল মোবাইল ফোন অপারেটর এর যাবতীয় তথ্য এই Apps এর মাধ্যেমে জানতে পারবেন।

শুধুমাত্র সিটিসেল ছাড়া।
এক নজরে দেখে নিন তাদের ছবি গুলো।
১। টেলিটক আর গ্রামীনফোনঃ

২। রবি আর এয়ারটেলঃ

৩।

বাংলালিংক আর ব্যালেন্সঃ


ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২। gSlate Bangla: এর দ্বারা শিশুরা সহজে বাংলা বর্ণমালা এবং সংখ্যা লেখা ও উচ্চারণ সহজে শিখতে পারবে।

বিশেষ করে ছোট শিশুদের জন্য। তাহলে আর দেরি কেন এখান থেকে আপনার ছোট শিশুর জন্য ডাউনলোড করে নিন।



ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

 
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.