আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিংকার শোনা ওমেন ফ্রন্টেড ব্যান্ডগুলোর ফেভারিট কিছু গান !!

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

আহ! তিন বছর আগে ভদ্রমহিলাদের গাওয়া রক/মেটাল গানের একটা পোস্ট দিয়েছিলাম। খারাপ লাগেনি নতুন আরও কিছু ওমেন ফ্রন্টেড রক মিউজিকের সাজেশন পেতে। আজকেরটাও সেরকমই, একেবারেই নতুন (এবছরের) আর কিছু আচানক ভাল লাগা গানের পোস্ট এটা। এনিওয়ে, আমার গানের চয়েস যারা জানেন, তারা কিছুটা টাসকিও খেতে পারেন একজনের নাম দেখে, কারণ পোস্টের সব গান হয়ত রক/মেটাল না



Halestorm - Here's To Us
এদের নাম ফাস্ট শুনি গতবছর। তবে এরা আমার মনোযোগের ফোকাস সরাতে বাধ্য করে এবছর হার্ডরক/হেভি মেটাল সেকশনে গ্রামি পাওয়ার পর।

লাভ বাইটস (সো ডু আই) নামের গ্রামি পাওয়া গানটা পুরান আমলের হার্ড রকের কথা মনে করিয়ে দেয় বারবার। ঐটা ছিল ওদের ২০১২তে বের হওয়া সেকেন্ড এলবামের (দ্যা স্ট্রেন্জ কেস অফ...) ফাস্ট ট্র্যাক। আর এই পোস্টের গানটা হচ্ছে ঐ এলবামের লাস্ট ট্র্যাক (খিক খিক, পুরা এলবাম কাভার করা শেষ)!! তবে যে গানটা আমি আপলোড করেছি এটা সম্ভবত গত বছরের এলবামের সেম গানটা না। ওরা এই বছর এলবামটাকে আবার রিমাস্টার করে এবং গ্যারান্টি দেয় সব কয়টা গানকেই যতদূর সম্ভব কাছাকাছি রেখে সাউন্ডটাকে শুধু সামাণ্য হেভিয়ার করা হয়েছে (লিরিকস সেম)। এই গানটার সাউন্ড সেম মনে হয়েছে আমার, তবে মেলোডি খানিকটা বেশি মনে হয়েছে আগেরটার চেয়ে।

যেটাই হোক, আপলোড করা ভার্সনটা আমার ভাল লেগেছে। ভাল কথা, এটা এদের অল্প কয়টা গানের একটা যেখানে চারজনই ভোকাল ছিল (পুরা গানে অবশ্য না)। মিউজিক ভিডিও আর এমপিথ্রিটা সেম না, এমপিথ্রিটা শুনলেই ভাল করবেন। পার্থক্যটা লাস্ট কোরাসে যেয়ে...শুরু করে ড্রামার আরজে হেল, এরপর আসে গীটারিস্ট জো হটিংগার, তারপর আসে বেসিস্ট জস স্মিথ আর ফিনিশিংটা দেয় ভোকাল লিজি হেল। এবং এই অল্টারনেটিভ রকটা আমার ভাল লাগার মেইন কারণ লাস্ট কোরাসটা।

ভাল কথা আরজে কিন্তু লিজির আপন ছোট ভাই। জো হটিংগারের চেহারা সেরকম, বাংলাদেশের অনেক বালিকাই সুইচ মনের গুপ্ত জানেমান সুইচ করতে পারে দেখলে জো কে দেখলে!!


http://www.youtube.com/watch?v=KC0DNLDXJW8

এই গানে একমা্ত্র যে জিনিষটা মিস করেছি সেটা হল গীটারে লিজির একটা সোলো পার্ট আশা করেছিলাম আমি। লিজি গীটার খুবই ভাল বাজায়, এবং দুইচারটা গানে ওর যে সোলো দেখেছি, পুরাই ঝাক্কাস লাভ বাইটস গানটাতে একটা সোলো ছিল লিজির অল্প সময়ের চেক করে দেখতে পারেন গত কয়েক বছরে লিজির জনপ্রিয়তা ভোকাল হিসেবে অনেক বেড়েছে, অনেক কনসার্টেই লিজিকে গেস্ট ভোকাল হিসেবে দেখি। সীদারের ব্রোকেন বেশ কয়েকবার পারফর্ম করেছে সীদারের সাথে, (এমি লির জায়গাটা)! গত বছর হোরে টেইলরের সাথেও দেখলাম একবার


The Letter Black - The Only One
বাংলাদেশে খুব কম লোকই এই ব্যান্ডকে চেনে। আমার আগের পোস্টে একটা গান ছিল।

নিজেদের ক্রিশ্চিয়ান রকার পরিচয় দিলেও আল্টিমেটলি সব গানই অল্টারনেটিভ রক, তবে এদের এপ্রোচটা ভালই লাগে আমার। আগের পোস্টের দেয়া গানটা ছিল ঐ এলবামের সবচেয়ে হিট পাওয়া গান, আর আজকেরটা হচ্ছে সেকেন্ড এলবাম রিবিল্ড-এর (এ বছর বের হয়েছে) অন্যতম আন্ডাররেটেড গান। দুঃখজনক বলতে হবে। পুরা ২০১৩ সালে এটার মাপের অল্টারনেটিভ রক খুব কমই পেয়েছি। গানটা কান থেকে সরাতে পারছি না, শুধু ক্রিসমাসের দিনই মনে হয় ৮/৯ বার শুনেছি।

লিরিকস খুব শক্তিশালী না, মেইনস্ট্রিমের কমন লুতুপুতু টাইপের; আমি তুমি টাইপের কথা বার্তা সম্পন্ন; তুমি না থাকলে আমি বাঁশবাগানের চড়ুইপাখির পাহাড়াদার হয়ে যাই টাইপের বাট টোটাল কম্পোজিশনটা অসাধারণ। কোরাসের লাইনকটা দেখেন-

I'm feeling alive
I'm feeling so free
I'm letting go of everything
And if I break down
I know that you'll be
You'll be the only one, the only one I need


http://www.youtube.com/watch?v=QIxzRWZkffM

ভোকাল সারা আগের চেয়ে অনেক ম্যাচিওরড হয়েছে, গীটারে সারার জামাইয়ের পারফর্ম্যান্স ডাউন খায়নি পুরা গানে। সেকেন্ড গীটারিস্টের অভাব একবারও টের পাইনি গানে। এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল কখনও লিডে না যাওয়ায় কম্পোজিশনটা আরও ভাল লেগেছে।


Within Temptation feat. Tarja Turunen - Paradise (What About Us?)
ফাস্টেই টারজা খালামণির কথা বলি নাইটউইশের সবচেয়ে সফল আর ইউরোপের সবচেয়ে জনপ্রিয় সিম্পোনিক মেটাল ভোকাল ছিলেন টারজা।

টারজা আর থমাস হলোপাইন ১৯৯৬ সালে নাইটউইশ ফরম করেছিলেন, কি সময়টাই না গেছে পরের দশটা বছর। ইউরোপে সিম্ফোনিক রক/মেটালের আলাদা একটা ব্যাকগ্রাউন্ডই গড়ে উঠেছিল নাইটউইশের জমানায়। টারজা ২০০৫এ ব্যান্ড (প্রথম আলোর ভাষায় দল) ছাড়ার পর নাইটউইশের চার্মিং অনেকটাই কমে গেছে। এরপর দুইজন ভোকাল এসেছে কিন্তু টারজা!! নাইটউইশ পুরাই গেছে

ওয়েল, উইদিন টেম্পটেশন সেম আছে গত দশ বছর ধরে। সিম্ফোনিক মেটালের টপ পিকের সময়টাতে এবং এখনও সেম লাইনআপে সেম রিদমে এগিয়ে যাচ্ছে উইদিন টেম্পটেশন।

আমি এবং আমার ধারণা অনেক সিম্ফোনিক মেটাল ফ্যানেরই হয়ত সেম শখ ছিল দুই দিকপালের একসাথে পারফর্ম করা দেখার। স্টেজে দুয়েকবার দেখা গেলেও এবারই প্রথম সিঙ্গেলস বের করছেন দুজন!! উইদিন টেম্পটেশনের আগামী বছর (জানুয়ারি, ২০১৪) বের হতে যাওয়া এলবাম হাইড্রার লিড সিঙেলস থাকবে প্যারাডাইস। শুধু সিঙেলস হিসাবে এমনিতে গানটা রিলিজ হয়েছে সেপ্টেম্বরের ২৭ তারিখ। নেদারল্যান্ডের রিটায়ার্ড জেনারেল পিটার ভ্যানের মে মাসে দেয়া এক আবেগঘন বক্তিতার লিরিকাল রুপ এই গান। বক্তব্যের সারকথা ছিল মানবজাতিকে স্বার্থপরতার নেচার ত্যাগ করতে হবে পয়লাবার গানটা লেখার সময় শ্যারন এডেল নিজেই ছিল ভোকাল, পরবর্তীতে আগস্ট মাসে টারজাকে এডেল আমন্ত্রণ জানান গানটাতে!! আমার রিভিউ হচ্ছে- দুজনের কম্বিনেশন অসাধারণ হয়েছে, দুইজন দুই ব্যান্ডের একবারও মনে হয়নি! আমার চোখে গানটার একমাত্র দুর্বলতা এর লিরিকস!! এরচেয়ে দৈত্যদানব টাইপের লিরিকসও অনেক ভাল লাগত! তবে পুরা কম্পোজিশন চিন্তা করলে জোস লাগবে সবারই!


http://www.youtube.com/watch?v=Dy6MpsDPKts

এখন পর্যন্ত চার্ট পারফর্ম্যান্স খারাপ না গানটার।

আইটিউনসে ৪ নাম্বারে চলে গিয়েছিল পয়লা সপ্তাহে, বিলবোর্ডে অবশ্য বাঁশ খেয়েছে আমেরিকান অডিয়েন্সের কাছে (শেইম)। জানিনা আবার কখনও দুই ভদ্রমহিলাকে আবার একসাথে দেখা যাবে কিনা! তবে আশার কথা হল- রেকর্ডিং কমপ্লিট হবার পর এক সাক্ষাৎকারে দুই ভোকালই দুজনের কম্পানি ভাল লেগেছে বলে, সাথে পরষ্পরের প্রতি গভীর শ্রদ্ধাও পোষণ করেছেন ।


Rihanna - California King Bed
যারা আমার গানের চয়েস কিছুটা হলেও জানেন, তাদের জন্য এটাই টাসকি পার্ট এই পোস্টের। পপ মেইনস্ট্রিমের ক্যালি ক্লার্কসন ছাড়া অল্প কয়েকজনেরই গানের মাঝেমাঝে খবর নেই, আর এই অল্প কয়েকজনের ভাইবেরাদরদের মধ্যেও রিহান্না পড়ে না। এই গানটার খবর পাওয়ার ঘটনাও আচানক।

বাসার ছোট মেটালহেডটা মেলা কিছিমের গান শুনে, ঐটার প্লেলিস্টের কাছে আমারগুলো কিছুই না; এক্সট্রিম মেটাল বেশিরভাগ আমাকে ঐটাই সাজেস্ট করে। একদিন দেখি বদটা কি একটা এসাইনমেন্ট করছে সাথে কি গানের একটা গানের কোরাস চলছে ল্যাপটপে- যেটা মনে হচ্ছিল গ্রান্জ ইনফ্লুয়েন্সড অল্টারনেটিভ রক কিন্তু ভোকালকে কোনভাবেই চিনতে পারছিলাম না। তারপর মিউজিক ভিডিওটা দেখে আমি নিজেই টাসকি!!

এরপর কিছুটা খবর নিলাম তারপর গানটার ব্যাপারে। ২০১০এর গান আর গানটা লিখেছে বেশ কয়েকজন মিলে, পেছনের ইনস্ট্রুমেন্টেও ছিল রিহান্নার রেগুলার সেটআপের লোকজনই। সমস্যা যেটা গানটা আসলে পপ-রক নামের খিচুরি জানরের গান নাকি অল্টারনেটিভ রক সেটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি।

অনেক ক্রিটিকই বুদ্ধিমানের কাজ করেছেন, গানটাকে রক মিউজিকের রিফসহ ব্যালাড বলে চালিয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ রকই বলছেন। কোরাসের গীটার রিফ মুটামুটি কমন সিগনেচার মুভ ম্যাক্সিমাম মেইনস্ট্রিম অল্টারনেটিভ রক গানের জন্য। প্লাস, সেকেন্ড আর থার্ড কোরাসের মাঝামাঝি যে গীটার সোলোটা আছে সেটাও খুবই আনঅর্থোডক্স পপ বা পপ-রক নামের খিচুরীর জন্য। যাই হোক, আমি কনফিউজড এটা আসলে অল্টারনেটিড রক না পপ-রক! মিউজিক ভিডিও দিলাম, আমার একটুও ভাল লাগেনি ভিডিওটা, রিহান্নার ইউজাল মুচড়ামুচড়ি টাইপের মিউজিক ভিডিও


http://www.youtube.com/watch?v=nhBorPm6JjQ

বাইদ্যাওয়ে, বেশিরভাগ ক্রিটিক পজিটিভ কমেন্ট করেছে গানটার ব্যাপারে; রিহান্নার ভোকাল রেন্জের নতুন এক পরিচয় ছিল গানটা। বিলবোর্ডের হট ১০০ তে মুটামুটি তলার দিকে ছিল গানটা (বিলবোর্ডের হটলিস্ট আমি কখনই চেক করি না, সব মাগলসদের গানের লিস্ট)!


বিজ্ঞাপন বিরতি



Kittie - What I Always Wanted
এই বালিকাগুলো কেন জানি আগের মত আর জ্বালাময়ী চেহারায় নেই।

ভোকাল/গীটারিস্ট মরগ্যান লেন্ডার ১৪ বছর বয়স থেকে এই ব্যান্ডের সবকিছুর মূলে। আজকের পোস্টের এটাই একমাত্র ব্যান্ড (দল) যাদের সবাই বালিকা। গানের কোয়ালিটি ইদানিং গ্রুভ মেটালের দিকে ঝোঁক বেশি হলেও আগে নিজেদের মত গান গাইত- এক্সট্রিম মেটালের মধ্যে নিজেদের এক্সপেরিমেন্ট!! পোস্টে যে গানটা আপলোড করেছি এটা পোস্ট হার্ডকোর যার মেইন কম্বিনেশন গ্রান্জ ইনফ্লুয়েন্সড ক্লিন ভোকালের সাথে ডেথ মেটালের ফিউশন, যেটা ২০০৫/০৬এর দিকে আমেরিকান অনেক ব্যান্ডের কমন টাইপ হয়ে গিয়েছিল- তবে বেশিরভাগই মেটালকোরের সাথে ক্লিন ভয়েসের ক্রস ঘটায় এই জাঁনরে। এই গানটার পুরা কম্বিনেশনটাই বেশ ব্রুটাল একটা এপিয়ারেন্স! অনেক পুরান, সেকেন্ড এলবাম ওরাকলের গান হোয়াট আই অলওয়েজ ওয়ান্টেড! এলবামটা মুটামুটি সফল ছিল এই টাইপের জন্য, বিলবোর্ডে ৫৭ নাম্বারে ডেব্যুর পর মোট ত্রিশহাজার কপির মত বিক্রি হয়েছিল। স্টার্টিং-এর রিফটাই মনটা ভাল করে দেয়।

ভিডিওটা খুব আহামরি কিছু না, দেখেন কেমন লাগে


http://www.youtube.com/watch?v=EGEMVo3uNBE

এই মেয়ের ভোকাল রেন্জ চড়া, ক্লিন, র্যাপ, মেটাল স্ক্রিমস, গ্রোল.... সবকিছু করার রেকর্ডই আছে মরগ্যান লেন্ডারের। লেটেস্ট নিউজ হচ্ছে এটার পাশাপাশি সাইড প্রজেক্ট হিসাবে উনি একখানা পপশিল্পীগুষ্ঠীতে ভোকাল হিসেবে জয়েন করেছেন কিছুদিন আগে

হ্যাঁ, সবকিছুর পরেও আমি গত দশকটা বছর মিস করি খুব। শুধু মাত্র রক আর মেটালের চরম উৎকর্ষের জন্য!!




এমপিথ্রি ডাউনলোড লিংক
এমপিথ্রি নামানোর অনেক সাইটই বন্ধ হয়ে গেছে। লিংকের সাইটগুলোতে কয়েকটা করে ফাইলের লিংক পাবেন, ডাউনলোডের আগে ফাইলের ডিউরেশনটা কাইন্ডলি একবার চেক করে নেবেন।
Halestorm - Here's To Us
The Letter Black - The Only One
Within Temptation feat. Tarja Turunen - Paradise (What About Us?)
Rihanna - California King Bed
Kittie - What I Always Wanted





হ্যাপি নিউইয়ার \m/
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।