আজ আমি লিখবো Bulk Sms এর উপকারিতা ও মজার বিষয় গুলো নিয়ে, দিনে দিনে Bulk Sms এর জনপ্রিয়তা বেড়েই চলছে, আমাদের দেশের অনেক কোম্পানি ইতিমধ্য Bulk Sms ব্যবহার শুরু করে দিয়েছে যা সত্যই খুব ভাল দিক
bulk Sms এর মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম বা যেকোন নাম্বার ব্যবহার করে ক্রেতা, গ্রাহক বা বন্ধু বা বান্ধবীদের নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন যেমন আমাদের মোবাইলে ম্যসেজ আসে Gp Info, Bl Info, flexi Load, Brac Bank, GrameenPhone, BanglaLink, ইত্যাদি নাম থেকে তাতে কোন নাম্বার থাকেনা, আবার বিভিন্ন শর্টকোড থেকে ম্যাসেজ আসে যেমন 2000, 9999, 5566 , 7777 ইত্যাদি,
Bulk Sms এর মাধ্যমে আপনিও আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে ম্যাসেজ পাঠাতে পারেন ।
যেমন ধরুন আপনার প্রতিষ্ঠানের নাম Techtunes তাহলে Techtunes নাম ব্যবহার করেই আপনার সকল গ্রাহকের মোবাইলে বার্তা পৌঁছে দিতে পারেন, যেমন আপনার প্রতিষ্ঠানের সকল সকল গ্রাহককে বিজয় দিবসের শুভেচ্ছা পাঠাতে চান বা কোন অনুষ্ঠানের বিষয়ে তাকে মনে করিয়ে দিতে চান তবে এভাবে ম্যাসেজ পাঠাতে পারেন । এতে গ্রাহকের সহজেই জেনে গেলেন Techtunes থেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বা পিসিহেল্পলাইনের মিটআপে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
আপনি যার থেকে বাল্ক এসএমএস কিনবেন সে আপনাকে কন্ট্রোল প্যানেল দিবে এসএমএস পাঠানোর জন্য ।
Sender Id তে আপনি যেনাম বা নাম্বার থেকে পাঠাতে চান তা লিখুন ।
Mobile Number: আগে ৮৮ লিখে যাকে পাঠাবেন তার নাম্বার লিখুন ।
Message: আপনার কাংখিত বার্তা লিখুন । এবং পাঠিয়ে দিন ।
বাল্ক এসএমএসের নির্ধারণ হয় আপনি কত এসএমএস কিনবেন তার উপরে আপনি নির্ভর করবে, আপনি যতবেশি এসএমএস কিনবেন তত দাম কমে আসবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।