আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান থেকে সাবধান

অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থযুক্ত সাবান ও পরিষ্কারকগুলো মানবদেহে অ্যান্টিবায়োটিক তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যবিষয়ক সরকারি কর্তৃপক্ষ অ্যান্টিব্যাকটিরিয়াল পদার্থযুক্ত সাবান ও পরিষ্কারকগুলো শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে। এসব পণ্যের উপর নিরাপত্তা পর্যালোচনা চালাচ্ছে ফুড এ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন (এফডিএ)।সাধারণ সাবানের তুলনায় অ্যান্টিব্যাকটিরিয়াল সাবানগুলো বেশি নিরাপদ ও সংক্রমণের বিরুদ্ধে বেশি কার্যকর বলে দাবি করেন এ ধরনের পণ্য নির্মাতারা।তবে এ ধরনের পণ্যগুলোতে ব্যবহৃত উপাদানগুলো হরমনের মাত্রা বাড়াতে ও ড্রাগ-প্রুফ ব্যাকটেরিয়ার দিকে নির্দেশ দেয়।এদিকে এফডিএ জানিয়েছে, ২০১৪ সালের শেষের দিকে পণ্যগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জমা দেবে নির্মাতারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।