আমাদের কথা খুঁজে নিন

   

বাইকারদের জন্য সুখবর । হোন্ডার নতুন সংযোজন ছয় মডেলের মটরসাইকেল

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে


১. হোন্ডা সিডি ৮০। ইঞ্জিন: ৭২ সিসি। ৮০ কিলোমিটার চলবে পার লিটার তেলে। চার স্ট্রোক ইঞ্জিন। আধুনিক ডিজাইন।

দাম ধরা হয়েছে ৯৬ হাজার টাকা। -


২. হোন্ডা ড্রিম নিও। ইঞ্জিন: ১১০ সিসি। টিউব ছাড়া টায়ার। ৭৪ কিলোমিটার চলবে পার লিটার তেলে।

আধুনিক ডিজাইন। দাম ধরা হয়েছে এক লক্ষ ৪২ হাজার টাকা। -


৩. হোন্ডা সাইন। ইঞ্জিন: ১২৫ সিসি। পাওয়ার ১০.১ বিপিএইচ।

টিউব ছাড়া টায়ার। ৫৮ কিলোমিটার চলবে পার লিটার তেলে শহরের ভেতর আর শহরের বাইরে ৭৩ কিলোমিটার চলবে। এতে দেয়া হয়েছে একটি হাইড্রোলিক ব্রেক। অ্যালোয় রিম। ১০০ কিলোমিটার সর্বোচ্চ গতি।

ওজন ১২২ কেজি। এই মডেলের বেশ কয়েকটি রং বাজারে পাওয়া যাচ্ছে। দাম ধরা হয়েছে এক লক্ষ ৫৬ হাজার টাকা। -


৪. হোন্ডা সিবি টাইগার। ইঞ্জিন: ১৫০ সিসি।

এয়ার কুল্ড ইঞ্জিন। পাওয়ার ১৪ বিপিএইচ। টিউব ছাড়া টায়ার। একটি সামনে আর বাকি চারটি গিয়ার পেছনে। এতে দেয়া হয়েছে সামনে-পেছনে দুইটি হাইড্রোলিক ব্রেক।

কিক এবং ইলেকট্রনিক্স স্টার্ট- দুই সুবিধাই রয়েছে। রয়েছে অ্যালোয় রিম। ১১০ কিলোমিটার সর্বোচ্চ গতি। এই মডেলের বেশ কয়েকটি রং বাজারে পাওয়া যাচ্ছে। দাম ধরা হয়েছে দুই লক্ষ এক হাজার টাকা।

-


৫. হোন্ডা সিবিআর ১৫০আর। ইঞ্জিন: ১৫০ সিসি। লিকুইড কুল্ড ইঞ্জিন। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ডিওএইচসি প্রযুক্তি। পাওয়ার ১৭.৫৭ বিপিএইচ।

৮৫০০ আরপিএম। ৩৫ থেকে ৪০ কিলোমিটার চলবে পার লিটার তেলে। টিউব ছাড়া টায়ার। একটি সামনে আর বাকি চারটি গিয়ার পেছনে। এতে দেয়া হয়েছে সামনে-পেছনে দুইটি হাইড্রোলিক ব্রেক।

টুইন টারবো ডায়মোন্ড প্রযুক্তি। ১৩ লিটারের জ্বালানী টাংক। কিক এবং ইলেকট্রনিক্স স্টার্ট- দুই সুবিধাই রয়েছে। রয়েছে অ্যালোয় রিম। ওজন ১৩৮ কেজি।

১৩৪ কিলোমিটার সর্বোচ্চ গতি। এই মডেলটি বেশ কয়েকটি রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে। দাম ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা। -

৬. হোন্ডা একটিভা। ইঞ্জিন: ১১০ সিসি।

পাওয়ার ৮ বিপিএইচ। এটি স্কুটি টাইপ হোন্ডা। এটি মেয়েদের চালানোর জন্য বিশেষভাবে তৈরি। এতে দেয়া হয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক। কিক এবং ইলেকট্রনিক্স স্টার্ট দুই সুবিধাই রয়েছে।

রয়েছে অ্যালোয় রিম। দাম এখনো জানানো হয়নি। -



তথ্যঃ কালের কণ্ঠ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।