আমাদের কথা খুঁজে নিন

   

একটা পরামর্শ চাচ্ছি (সিরিয়াস কিছুনা, সাময়িকএকটা পোস্ট, গুরুত্ব না দিলেও চলবে!)

দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! আমি অর্ধেকটা গল্প লিখেছিলাম, বাকি অর্ধেক লিখার পর দেখলাম পুরো গল্পটা প্রায় ৩০০০ শব্দের!! হয়তো এতো বড় ছোট-গল্প ব্লগে দিলে অনেকেই বিরক্ত হবেন (আমি আবার ব্লগের আচার জানি না!!) আপনাদের মাঝে কেউ না কেউ তো এই পোস্টটা পড়বেন, তাই না? একটু যদি জানান গল্পটা পোস্ট করব কিনা!! আমি জানিনা গল্পটা আপনাদের ভাল লাগবে কি না!! ওটা কোন হাসির গল্পও না দুঃখের গল্পও না আবার .।.।.। কি আর বলবো, পড়লেই বুঝবেন!! আমার পুরোনো একটা গল্প পোস্ট এ দেওয়া আছে একটি বিড়ালের মৃত্যু ওটা কয়েকজন পাঠক পড়েছেন, কিন্তু আমি জানতে পারিনি কার কেমন লেগেছে! খারাপ লাগা / ভাল লাগা জানতে পারলে আমি উপকৃত হতাম!! নতুন গল্পটা টাইপ শেষ হলেই পোস্ট করব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।