আমাদের কথা খুঁজে নিন

   

এত কিছুর পরও সোশ্যাল মিডিয়ায় নারীদের ভূমিকায় আমি হতবাক!

উপরে যা লিখছি, এটাই শিরোনাম। আপাতত আর কিছু বলার নাই! ইদানিং কাজের ব্যস্ততা একটু কম থাকায় এবং আমি একটু অলস প্রকৃতির হওয়ার কারনে আমার দিনের বেশিরভাগ সময়ই কাটে ফেসবুকে। সবাই নিঃশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিনে দেশ ও দেশের বাইরে বেশকিছু গণধর্ষন এবং হত্যার ঘটনা ঘটেছে। এখনও ঘটছে। জানিনা আর কতদিন ঘটবে।

পাশের দেশ ভারতের দামিনী কিংবা নিজের দেশের থুমাচিং অথবা সাজিয়ার মত আর কতজনকে এই নৃশংষতার শিকার হতে হবে! এইতো গত কালও সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক নেতা শায়খ মুহাম্মাদ আল আরিফি সিরিয়ায় ইসলামের যোদ্ধাদের মোরাল বুস্ট দেয়ার জন্য সিরিয়ান নারীদের গনধর্ষনের জাস্টিফিকেশন দিয়ে ফতোয়া জারী করেছেন! ছিঃ ধর্ষনের ছুতো তৈরি করতে শেষ পর্যন্ত ধর্মকেও বাদ দেয়া হলো না! ফেসবুক সহ অন্যান্য ব্লগ এবং সোশ্যাল নেটওয়ার্কিং ভিত্তিক ওয়েবসাইট গুলোতে স্ট্যাটাস আপডেট, ছবি, ভিডিও, ইভেন্ট সহ, বিভিন্ন পোস্ট এর মাধ্যমে ঝড় তোলা হচ্ছে। জানানো হচ্ছে তীব্র প্রতিবাদ, ধিক্কার। চেষ্টা করা হচ্ছে জনসচেতনতা তৈরির। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো – এই স্ট্যাটাস আপডেট, ছবি, ভিডিও, ইভেন্ট সহ, বিভিন্ন পোস্ট ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ জানানো মানুষের মধ্যে শতকরা ৯০ ভাগেরই বেশি ছেলে তথা পুরুষ। নারীরা কোথায়? আমার ফেসবুকের বন্ধুদের তালিকায় নারীর সংখ্যা খুব একটা কম নয়।

মডেল, অভিনেত্রী, সাংবাদিক, চলচ্চিত্রকার, সংগীতশিল্পী, চাকরীজীবি, ডাক্তার কিংবা সাধারন কেউ – সবাই আছেন কম-বেশি। কিন্তু আমি অবাক কারন এদের বেশির ভাগেরই ফেসবুকের রেগুলার আপডেট দেখে মনেই হয় না যে এই নারীদের উপরেই চলছে কি ভয়াবহ নৃশংসতা। কতোটা হুমকির মধ্যে আছেন তারা। দেশ-বিদেশ জুড়ে পুরুষশাসিত সমাজে তাদেরকেই বলির পাঠা বানানো হচ্ছে প্রতিদিন। আমি অবাক হই, যখন বেশির ভাগ পুরুষ ফেসবুকের ওয়াল ভরছে ‘নারীদের প্রতি শ্রদ্ধাশীল হও’, ‘Say No To Rape’, ‘দোষীদের উপযুক্ত বিচার চাই’ – এরকম অসংখ্য পোস্ট দিয়ে; তখন অধিকাংশ নারীর স্ট্যাটাস আপডেট হচ্ছে ‘এই ঠান্ডায় Ice Cream খাওয়ার মজাই আলাদা’, ‘দূরে কোথাও ঘুরতে যেতে চাই’ কিংবা ‘Really had fun today with my friends’ টাইপের।

আর পুরুষেরা যখন শেয়ার দিচ্ছে ধর্ষকদের ছবি অথবা নির্যাতিত কোন নারীর ছবি তখন বিভিন্ন funny moment এর ছবি অথবা Model Photography’র ছবি দিয়ে ফেসবুক ভরছে বেশিরভাগ নারী। পাশের দেশ ভারতের নারীরা যখন প্রতিবাদ করতে রাস্তায় নেমে গেছেন তখনও আমাদের দেশের ফেসবুক ব্যবহারকারী স্মার্ট নারীরা একটা প্রতিবাদী ছোট্ট স্ট্যাটাস দিতেও সংকোচ বোধ করেন। কথাটাকে অন্যভাবে নিবেন না, কাল যদি আপনার সাথেই বাজে অপ্রত্যাশিত কোন ঘটনা ঘটে তখন কিন্তু আপনার প্রতি সহানুভূতিশীল নারীও খুব একটা খুঁজে পাবেন বলে আমি মনে করি না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।