মনে যদি অনেক দুঃখ থাকে একটা কাজ করতে পারেন , হয় গান শুনবেন ( সফ্ট মেলডিয়াস হলে ভাল হয় ) অথবা প্রিয় কোন জায়গায় একাকী হাঁটতে পারেন ৷ মনটা কিছুটা হলেও ভালো হতে পারে আবার আরো বেশি খারাপ হয়ে যেতে পারে । তবে যা ই পান না কেন কিছু একটা অনুধাবন করতে পারবেন । পিচ্চির নাম মামুন । খুব বেশিদিন হয়নি তার সাথে আমার পরিচয়ের । আসলে ঐ ক্যান্টনে খাওয়াদাওয়া করতাম ঠিকই তবে সে আসল অল্প কয়দিন হল,কিন্তু এই অল্প কয়দিনের মাঝেই তার সাথে আমার ব্যাপক সখ্যতা ।
বড়জোর থ্রী কি ফোরে পড়ে । ক্লাস ব্রেক এ টুকটাক ঝাল নাস্তা (সিঙ্গাড়া,সমুচা )আর সবশেষে এককাপ চা। উফফ্ কি চা টাই না বানায় !!! এককথায় অসাধারণ। ক্যাম্পাসের অন্য কোন জায়গায় চা খাই না খাই তার ছোট দোকানটাতে চা না খাইলে যেন ভাতই হজম হয়না।
আজকে কাহিনী হইল কি রাতের খাবার খেয়েই গেলাম তার দোকানে।
উদ্দেশ্য একটাই!চা,তা ও শীতকাল বলে কথা। বরাবরের মতই কিছু বলার অপেক্ষা রইলনা,আমি গেলাম আর সে বলে ভাইয়া একটু দারান,চা দিতাসি। পাশে দুজন ও অবশ্য চা এর অর্ডার করেছিল। একটা বিষয় লক্ষ্য করলাম,আমার সামনে দিয়ে আগে তাদের চা দিচ্ছে(যদিও আমি তাদের আগেই বলেছিলাম)
কিছু না বলে নিশ্চুপ দাড়িয়ে রইলাম। ওদের চা দেয়া শেষে মামুন বলে আপন্যেরটা একটু পরে,ভালো কইরা বানান লাগবোতো।
যাক কিছুক্ষণের মধ্যেই সে চা নিয়ে হাজির হল। মুখে তার মৃদু হাসি। চা এ চুমুক দিতেই
“ভাইয়া চা কেমন হইসে”? মাথায় হাত বুলিয়ে বললাম হুম্ম অনেক অনেক ভালো হইসে। ওরে তার খুশি যেন আর ধরেনা।
সত্যিই ভালো লাগল ভীষণ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।