শেষের কবিতার আগের কবিতা
আমার এক বড় ভাই সবসময় একটা কথা বলেন "সব শালা, এক শালা, তৈস্সা শালা"। তৈস্সা কি জিনিস উনিও জানেন না, তাই আমিও জানতে পারি নাই। দেশের বর্তমান অবস্থা দেখে, দেশের রাজনীতিবিদদের চরিত্র দেখে, রাজনৈতিক দলগুলো করুন হাল দেখে ভাইয়ার উক্তিটি মনে পড়ে গেল; "সব শালা, এক শালা, তৈস্সা শালা".
একবার বিরোধীদল হরতাল/অবরোধ দেয় তো আরেকবার সরকারীদল। একবার সরকারীদল মানুষ মারে তো আরেকবার বিরোধীদল। তাই বলছি "সব শালা, এক শালা, তৈস্সা শালা"...
কারো জানা থাকলে আমাকে তৈস্সা শব্দটির অর্থ একটু জানাবেন, তবে আমার মনে হয় এর অর্থ অনেকটা ..... ... এর মতো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।