الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين
কলাবাগানের প্রধান রাস্তায় ৫ তলা ভবনসহ বাড়ির মূল্য ৩০ লাখ টাকা!
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর হলফনামায় অসত্য তথ্য প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আবুল হাসানাত আব্দুল্লাহর রাজধানী কলাবাগানে প্রধান রাস্তার পাশে থাকা জমিসহ ৫তলা বিল্ডিংয়ের দাম দেখানো হয়েছে মাত্র ৩০ লাখ টাকা। এরকম একটি জায়গায় থাকা এমন বিশাল ভবনের মূল্য কত হতে পারে তা কারও অজানা নয়। কম করে হলেও এই জায়গার মূল্য হবে ১০ থেকে ১২ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু হলফনামায় ওই ভবনের মূল্য দেখানো হয়েছে মাত্র ৩০ লাখ টাকা।
একইভাবে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে থাকা যৌথ মালিকানাধীন ভবনে তার অংশের মূল্য দেখানো হয়েছে মাত্র এক লাখ টাকা। পারিবারিকভাবে আবুল হাসানাত আব্দুল্লাহরা দুই ভাই, তিন বোন। আবুল হাসানাত আব্দুল্লাহর অংশের মূল্য যদি হয় এক লাখ টাকা তবে সেই হিসেবে বিশাল আয়াতনের এই বাড়িটির মূল্য মাত্র ৫ লাখ টাকা। যা শুধু অবিশ্বাস্যই নয়, অসম্ভবও। কেননা এই বাড়িটির বর্তমান বাজার মূল্যে কম করে হলেও আড়াই থেকে তিন কোটি টাকা মনে মনে করা হয়ে থাকে।
বরিশালের আগৈলঝাড়ায় সেরাল গ্রামের বাড়ির মূল্যমান নিয়েও একই রকম অসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে আলাপকালে আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্র জানায়, হলফনামায় যেসব তথ্য দেয়া হয়েছে তা কোনো অংশেই মিথ্য নয়। যে সময় এসব সম্পত্তি কেনা হয়েছিল হলফনামায় সেই সময়কার মূল্যমান উল্লেখ করা হয়েছে। আর এটা পুরোপুরি আইনসম্মত। বর্তমান বাজার দরে ১০-১২ বা ৫০ বছর আগের মূল্যমান উল্লেখ করার কোনো যৌক্তিকতা নেই।
এসবের বাইরে নিজের বার্ষিক আয় ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৮ টাকা, সাড়ে তিন হাজার ডলারসহ মোট এক কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৩৩৪ টাকার অস্থাবর সম্পদ এবং স্ত্রীর নামে ৩১ লাখ ৬৩ হাজার ২১২ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী নিজের কোন গাড়ি নেই আবুল হাসানাত আব্দুল্লাহর। তবে তার স্ত্রীর একটি গাড়ি রয়েছে যার দাম ১৮ লাখ টাকা। এছাড়া স্বামী-স্ত্রীর মিলিয়ে প্রায় ১২১ একর জমি রয়েছে এই পরিবারের। আর ব্যাংক ঋণের পরিমাণ ৬০ লাখ টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।