দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারকে সাবধানে কথা বলার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিন্ডে বলেন, আমরা চাই দিল্লির এই সরকার চলুক। তবে কোনও কথা বলার আগে মন্ত্রীদের ভাবনাচিন্তা করা প্রয়োজন।
বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, ড. মনমোহন সিং একটি জোট সরকার চালাচ্ছেন। জোট সরকার চালানো সহজ কাজ নয়।
এদিকে, পর্যবেক্ষক মহলের মতে, সুশীলকুমার শিন্ডের মতো বর্ষীয়ান কংগ্রেস নেতার এমন পরামর্শ বিশেষ তাৎপর্যপূর্ণ। এই পরামর্শের মাধ্যমে দিল্লির 'সংখ্যালঘু' সরকারের ওপর পক্ষান্তরে চাপ বাড়াল কংগ্রেস নেতৃত্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।