ক্ষমতায় আসার ৪৮ ঘণ্টার মধ্যেই দিল্লির জনগণকে দেওয়া প্রথম নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলো আম আদমি পার্টি। দিল্লির প্রতিটি গৃহস্থকে বিনামূল্যে দৈনিক ৭০০ লিটার পানি দেওয়ার সিদ্ধান্ত নিল কেজরিওয়ালের নতুন সরকার। আজ সোমবার কৌশম্বীর নিজের বাসভবনে দিল্লি পানি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নব্য মুখ্যমন্ত্রী। বৈঠক চলে প্রায় এক ঘণ্টা ধরে। তারপরই পানি বোর্ডের সিইও বিজয় কুমার এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
তিনি বলেন, মিটার অনুযায়ী দিল্লির প্রতিটি পরিবারকেই মাসে বিনামূলে ২০ কিলোলিটার পানি সরবরাহ করা হবে। কিন্তু এর বেশি পানি প্রয়োজন হলে সেক্ষেত্রে রুপি দিয়ে সেই অতিরিক্ত পানি কিনতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকেই পানি পরিমাপের জন্য মিটার দেওয়া হবে, সেই অনুযায়ী দিনে ৬৭০ লিটার পানি পাবে। নতুন এই পরিষেবা আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে তা বলবত্ থাকবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।
নির্বাচনের আগেই দিল্লির প্রতিটি গৃহস্থকে বিনামূল্যে দৈনিক ৭০০ লিটার পানি দেওয়া কিংবা বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লিবাসীর মধ্যে বেশ চমক তৈরি করেছিল আপ।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বিল এক লাফে দ্বিগুণ হয়ে যাওয়া সব মিলিয়ে দিল্লির আমআদমি যথেষ্টই ক্ষুব্ধ ছিল কংগ্রেস সরকারের ওপর। স্বভাবতই আপ-এর এই ঘোষণাকে কেন্দ্র করে দিল্লিবাসীর একটা বড় অংশই কেজরিওয়ালকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছিলেন। আর এখানেই কংগ্রেস এবং বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে আপ। আর তার ফল হাতেনাতে পেয়েছিল আম আদমি পার্টি।
তবে অসুস্থতার কারণে আজ সোমবার নিজের দফতরে যেতে পারেননি কেজরিওয়াল।
এদিন সকালে টুইটারে নিজেই সেই কথা জানিয়ে বলেন, গতকাল রাত থেকেই ১০২ জ্বর, সঙ্গে পেটের সমস্যা তাই আজ অফিসে যেতে পারব না, আমি দুঃখিত। যদিও তিনি বলেন, আজ অফিসে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আজ বিনামূল্যে পানি সরবরাহের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।